।। প্রথম কলকাতা ।।
বারবার তার কাছে পরাস্ত হয়েছেন স্টিভ স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বার অস্ট্রেলিয়ান তারকাকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। হাঁ ঠিকই ধরেছেন তিনি হলেন ভারতের বর্তমান যুগের শ্রেষ্ঠ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অনেকেই ভাবছেন কোন ছকে স্টিভ স্মিথকে বারবার আউট করলেন তিনি? যদিও সেই তথ্য অবশ্য সংবাদমাধ্যমের কাছে তুলে ধরতে নারাজ স্যার জাদেজা।
এদিন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে বিশ্বকাপে অভিযান শুরু করেছে রোহিতবাহিনী। ম্যাচে তিনটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জাদেজা। জাদেজার তিন শিকার স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এক অস্ট্রেলিয়ান সাংবাদিক জিজ্ঞেস করেন কোন ছকে তিনি স্টিভ স্মিথকে এতোবার আউট করেছেন। মজার ছলে উত্তর দিলেন না। এই প্রশ্নের কোনও জবাব আমি দেব না। আমার জবাব ইংরেজিতে ছেপে দেবেন। অজি শিবির আমার প্ল্যান ধরে ফেলবে। তাই গোপনীয়তা বজায় থাকুক।
ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র দলের হয়ে খেলে থাকেন রবীন্দ্র জাদেজা। তবে সৌরাষ্ট্রের রাজকোট স্টেডিয়াম নয়, তাঁর ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়াম। এই মাঠের উইকেট তার হাতের তালুর মতো চেনা। চেন্নাই সুপার কিংসের হয়ে ১১ বছর আইপিএল খেলেছেন এই মাঠে। আর তাই চিপকের বাইশ গজে তিনি বরাবরই সফল। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।
একইসঙ্গে সাফল্যের পাশাপাশি জোড়া রেকর্ডও গড়লেন রবীন্দ্র জাদেজা। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অজিদের বিরুদ্ধে সব ফরম্যাটে ১০০ উইকেট নিয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় স্থানে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। এছাড়াও ১৯৮৭ সালের বিশ্বকাপে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিং। এবার ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেই রেকর্ড স্পর্শ করলেন জাদেজা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপের পরের ম্যাচগুলিতে এখন কেমন পারফরম্যান্স করেন সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম