।। প্রথম কলকাতা ।।
Rudranil Ghosh: বাংলা ছবির জগতে অত্যন্ত পরিচিত মুখ তিনি। বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, সবেতেই চুটিয়ে কাজ করেছেন। গৌতম ঘোষের ‘কালবেলা’ (Kalbela), অনিন্দ্য ব্যানার্জির ‘চ্যাপলিন’ (Chaplin), সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ (Vinci Da)ও রাজকাহিনীর মতো ছবিতে তাঁর অভিনয় প্রতিভা দেখা গিয়েছে। তবে বেশিরভাগ ছবিতেই কৌতুক অভিনেতা হিসেবে মন জিতেছেন রুদ্রনীল (Rudranil Ghosh)।
১৯৭৩-এর ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় জন্ম তাঁর। নরসিঙ্ঘ দত্ত কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন। দূরদর্শনের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। ২০০৭-এ ‘বনভূমি’ সিনেমাতে তাঁকে প্রথম দেখা যায়। এর পর ২০০৮-এ ‘তিন ইয়ারী কথা’, ২০১২-য় ‘বেডরুম’ ২০১৩-য় ‘প্রলয়’, ২০১৫-তে ‘কাটমুন্ডু’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনয়ের পাশাপাশি লেখা ও আঁকায় সমানভাবে পারদর্শী রুদ্রনীল। অনেকের কাছেই অজানা যে, ছবি আঁকতে পারেন তিনি। এই বিষয় নিয়ে প্রথম খুলাসা করেন আর্ট ডিরেক্টর ও ক্রিয়েটিভ ডিজাইনার একতা ভট্টাচার্য। অভিনেতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, রামায়ণ থেকে শুরু করে আঁকা, সিনেমা সবকিছু নিয়ে আলোচনা হয়েছে তাঁর সঙ্গে।
সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করেন অভিনেতা। নিজের অভিনয়ের দরুন যেভাবে চলচ্চিত্র জগতে সুনাম অর্জন করেছেন, তেমনই আবার রাজনীতিতেও অত্যন্ত পরিচিত মুখ তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল (Trinamool) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেছেন ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় মুখ। এদিকে ২০১১-র ৩০ মে সহকর্মী অভিনেতা পরমব্রতর সঙ্গে ‘ওয়ার্কশপ’ নামে একটি প্রযোজনা সংস্থা স্থাপন করেন। ২০০৭-এ বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তথা BEJA-র সেরা সহ অভিনেতা কান্তাতার ও রিফুজির জন্য পুরস্কৃত হয়েছেন। ২০১১-তে জি বাংলার গৌরব-এ সেরা খল অভিনেতা ব্যোমকেশ বক্সীর জন্য পুরস্কার পেয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম