।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: আজ জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের বঞ্চনার তুলনা করে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। উল্লেখ্য, বর্তমানে জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরনীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার ফলে সমস্যায় পড়েছেন চা বাগানের বহু শ্রমিক। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “জলপাইগুড়ির বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।” শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন। তিনি জানান মোট ৬ হাজার পাট্টা দেওয়া হচ্ছে। শুধু পাট্টা নয়, সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। মমতা বলেন, এলাকার শ্রমিক মানুষ ভালো থাকুন। আমাদের কন্যাশ্রীরা ভালো থাকুন। আপনাদের সঙ্গে দিদি আছেন। চিন্তা করবেন না। দিদি ‘ওয়াদা’ করলে তা পুরণ করে। আমরা বানানো রাজনৈতিক দলগুলির মত নই।
টেনে আনেন কেন্দ্রের বকেয়া প্রসঙ্গও। তিনি বলেন, একশো দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এটা আমাদের অধিকার। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যাব। কেন শ্রমিকরা টাকা পাবে না। কেন আবাস যোজনার টাকা কেন দেওয়া হবে না? আপনাদের বাইরে কোথাও যেতে হবে না। কর্মসংস্থান এখানেই হবে। পাহাড় আপনাদের গৌরব। আগে উত্তরবঙ্গে কিছু ছিল না। আজ উত্তরবঙ্গ বলতে পারে আমার কাছে সব আছে। আমি জলপাইগুড়িকে ভালোবাসি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম