।। প্রথম কলকাতা ।।
Tarapith Vog : ২০২২ এর ২৩শে নভেম্বর রয়েছে মার্গশীর্ষ অমাবস্যা। বিশেষ বিশেষ অমাবস্যায় মনে পড়ে মা কালীর নানান রূপের কথা। হিন্দু সংস্কৃতি অনুযায়ী, বিশেষ তিথিতে সতী পীঠ গুলিতে নানান ভাবে দেবী আরাধনার আয়োজন করা হয়। সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম হল তারাপীঠ। বলা হয়, এখানে নাকি সতীর তৃতীয় নয়ন অর্থাৎ নয়ন তারা পড়ে প্রস্তরীভূত হয়ে যায়। মায়ের এই রূপটি দেখতে পেয়েছিলেন ঋষি বশিষ্ঠ। প্রতি বছর বিশেষ বিশেষ তিথিতে এখানে রীতিমত ভক্তদের ঢল নামে। কালীপুজো, কৌশিকী অমাবস্যা কিংবা শারদীয়া শুক্ল চতুর্দশী, সবেতেই থাকে জাঁকজমকের ছোঁয়া।
শারদীয়ার শুক্ল চতুর্দশীতে শক্তি আরাধনায় মেতে উঠে গোটা তারাপীঠ। এই দিন মা সারাদিন উপোস রাখেন। দিনের বেলা ভোগ হিসেবে নিবেদন করা হয় ফল মিষ্টি। দিনে মাকে অন্ন ভোগ নিবেদন করা হয় না বলে, তাই সেবায়েতরাও এই সময় অন্ন স্পর্শ করেন না। রাতে থাকে মহা ভোগের আয়োজন। দুপুর থেকেই রাতের ভোগের প্রস্তুতি শুরু হয়ে যায়। সকালে মঙ্গল আরতির পর মায়ের সামনে সাজিয়ে দেওয়া হয় শীতল ভোগ। যেখানে থাকে লুচি, মিষ্টি, সুজি প্রভৃতি। দুপুরে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় ফলভোগ। রাতে থাকে অন্ন ভোগ। তখন দেওয়া হয় খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস প্রভৃতি।
কৌশিকী অমাবস্যায় দুপুরে মায়ের জন্য থাকে স্পেশাল মহাভোগের ব্যবস্থা। সেখানে থাকে পোলাও, পাঁচ রকমের ভাজা, মিষ্টি , মাংস। তবে সন্ধ্যায় থাকে শীতল ভোগ অর্থাৎ লুচি, সুজি, মিষ্টি আর ফল।
কালীপুজোর সময় আরেকটু বেশি আড়ম্বরের সঙ্গে মায়ের ভোগের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে মা তারাকে আমিষ পদ নিবেদন করা হয়ে থাকে। পুজোর দিন খুব সকালে ডাবের জল দিয়ে শুরু হয় মায়ের ভোগ। তখন তাকে পাঁচ রকম কিংবা নয় রকমের ভাজা, সাদা অন্ন, পায়েস আর মিষ্টি। তারা মায়ের স্নানের পর সামনে সাজিয়ে দেওয়া হয় খিচুড়ি, পোলাও, তিন ধরনের তরকারি, পাঁচ রকমের ভাজা, পোড়া শোল মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি প্রভৃতি। পুনরায় সন্ধ্যেবেলা দেওয়া হয় লুচির সঙ্গে মাংস।
তারাপীঠ হল তন্ত্রের পীঠ। সেই আদি অনন্তকাল থেকে এখানে তন্ত্র মতে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। সেই ভোগের বেশিরভাগটা থাকে আমিষ। পাশাপাশি মাকে বৈষ্ণবমতেও ভোগ নিবেদন করা হয়ে থাকে। সেক্ষেত্রে তালিকায় থাকে অন্ন ভোগ, খিচুড়ি , পায়েস, তরকারি প্রভৃতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম