।। প্রথম কলকাতা।।
Business Idea: চাকরি করার থেকে বর্তমানে নিজস্ব ব্যবসা করতে অনেকেই আগ্রহী। কারণ চাকরি থেকে ব্যবসাকে অনেকাংশেই লাভজনক বলে মনে করা হয়। এছাড়াও ভারতের মতো উন্নয়নশীল দেশের বর্তমান ক্রমশ জনসংখ্যা বেড়ে চলেছে। যার ফলে চাকরির তুলনায় চাকরি প্রার্থীদের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। তাই তরুণ প্রজন্ম এবার ব্যবসার দিকে ঝুঁকেছে। তাঁরাও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়া পেতে চাইছেন।
এই প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া যেমন একটা বড় চ্যালেঞ্জ ঠিক তেমনভাবেই নিজের ব্যবসা দাঁড় করানোও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সঠিক পরিকল্পনা হাতে নিয়ে ব্যবসায় নামলে অবশ্যই লাভের কড়ি ঘরে তোলা যাবে। এই প্রতিবেদনে এমনই একটি ব্যবসার কথা বলা হয়েছে। যেখানে বিনিয়োগ করতে হবে খুব জোর ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা। এমনকি এক্ষেত্রে সরকারি সাহায্য মিলতে পারে এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক বলেই মনে করা হয়।
ময়দার কলের ব্যবসা শুরু করার জন্য কোন ব্যক্তির লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। তবে তাকে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, একটি এমন জায়গা তাকে বেছে নিতে হবে যা জনবহুল। এই ময়দার কলে জন্যে সবথেকে উপযুক্ত জায়গা হল বাজার, হাট। এছাড়াও আশেপাশে কৃষকদের বসতি রয়েছে এমন জায়গায় ময়দার কল দারুন চলবে। কারণ কৃষকরাও সেই কলেই নিজেদের শস্য ভাঙাতে আসতে পারবেন।
এই ব্যবসা শুরু করতে গেলে ব্যবসায়ীকে শুধুমাত্র নিজের টাকা বিনিয়োগ করতে হবে এমনটাই নয়। তিনি সরকারি সাহায্যের আবেদন করতে পারেন বিভিন্ন স্কিমের মাধ্যমে। অবশ্যই যে কোন ব্যবসা শুরু করতে গেলে তার আনুষাঙ্গিক কিছু জিনিস প্রয়োজন হয়। এক্ষেত্রেও মেশিনসহ আরও বেশ কিছু জিনিসের প্রয়োজন হবে। যা কিনতে সর্বমোট ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে বলাই বাহুল্য এই ব্যবসা অত্যন্ত লাভজনক এতে উপার্জনের পরিমাণও বেশ ভালই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম