।। প্রথম কলকাতা ।।
Arts and crafts business: চাকরি মানেই পরের গোলামি তাই চাকরি (Job) ছেড়ে বা চাকরির পাশাপাশি নিজের স্বাধীন একটা ব্যবসা করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অনেকেই চান। কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় পুঁজি। তবে অনেক ব্যবসায়ী আছে যেখানে কম পুঁজিতেই লাভবান হওয়া যাবে। তারমধ্যে অন্যতম অনলাইনে হস্তশিল্প (Arts and craft) সামগ্রী বিক্রি।
অনেকেই মনে করেন যে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার ঘরের সৌন্দর্যে। আর এই কারণেই প্রত্যেক মানুষ নিজের ইচ্ছে এবং পছন্দমত সরঞ্জামে তাদের ঘরকে সাজিয়ে তোলার চেষ্টা (Try) করেন। তাই জন্য বর্তমান পণ্যের বাজারে ঘর সাজানোর সামগ্রীর চাহিদা অপরিসীম। এই চাহিদার পরিমাণ এতই বেশি যে ঘর সাজানোর সামগ্রী সাধারণ বাজারের সীমা ছাড়িয়ে চলে এসেছে অনলাইনে।
দেশে রয়েছে হস্তশিল্পের বিপুল সম্ভার। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী সংগ্রহ করুন অথবা ছোট গয়না। গ্রামীণ শিল্পীরা অনেক সময় কম দামে বিক্রি করেন তাদের তৈরি সামগ্রী। তাই অত্যন্ত কম খরচে লাভের ব্যবসা করা সম্ভব।
অনেক কারিগররা রয়েছেন যারা অনলাইনে বা সামাজিক চ্যানেলের মাধ্যমে তাদের জিনিস বিক্রিতে আস্থা জাগে তুলছে। আপনি একটি অনলাইন (Online) বুটিক, হস্তশিল্পের সাইট, পেন্টিং শপ বা অনুরূপ অনলাইন ব্যবসায়িক অ্যাভিনিউ শুরু করতে পারেন। কারণ হস্তশিল্পীদের চাহিদা অন্তহীন এবং আপনি ভালো আয় করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম