।। প্রথম কলকাতা ।।
LED light business: বর্তমান সময়ে এলইডি লাইট বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই এলইডি লাইট কমবেশি সকলে চেনেন। এলইডি’র পুরো নাম হল এমিটিং ডায়োড। এই লাইটের কারণে কিন্তু ইলেকট্রিক উপকরণ থেকে বিদ্যুৎ খুব কম পরিমাণে খরচ হয়।
এলইডি লাইটের ব্যবসা কিন্তু বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। এই ব্যবসা বেশ ট্রেন্ডিংয়ে থাকা ব্যবসা। যার কারণে এই ব্যবসাটি থেকে ভালোমতো উপার্জন করা সম্ভব। এর জন্য আপনি সবার প্রথমে কোনো ইলেক্ট্রনিক্স অথবা জেনারেল মার্কেটে একটি দোকান ভাড়া নিতে পারেন। আর যদি আপনার কাছে দোকান থাকে থাকে তাহলে তো কথাই নেই। ভাড়ার টাকাটা বেঁচে যাবে। এই ব্যবসা থেকে আপনি ভালোমতো টাকা উপার্জন করতে পারবেন।
এরকম ব্যবসা শুরু করতে গেলে কম করে দু লাখ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। দোকানটিকে ভালোভাবে চালনার মধ্যে দিয়ে প্রতিমাসে কুড়ি হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারেন। প্রতি মাসে কুড়ি হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন।
যদি আপনি এলইডি দোকান না করতে পারেন অথবা যদি না চেয়ে থাকেন তবে একজন এলইডি সাপ্লায়ার হতে পারেন। বিভিন্ন দোকানে আপনার এলইডি সাপ্লাই দিয়ে তা থেকেও ভালোমতো লাভ পেতে পারেন। তাছাড়া সাপ্লায়ার হওয়ার জন্য রিটেলের থেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে।
এলইডি লাইটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে অনেক বড় কোম্পানি এলইডি লাইট বানানো শুরু করে দিয়েছে। অর্থাৎ কম টাকা ইনভেস্টমেন্ট করে ল্যাম্প কম্পনেন্ট বানানোর ব্যবসা করতে পারেন। একটি ছোট ওয়ার্কশপ তৈরি করার জন্য কম করে পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে। তবে এলইডি লাইটের এতটাই চাহিদা যে ছোট আকারে শুরু করেও অল্প টাকা ইনভেস্ট করেও আপনি এই ব্যবসা থেকে প্রতি মাসে কম করে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা উপার্জন করতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম