।। প্রথম কলকাতা ।।
Pearl business: বিয়ের গয়নার গুরুত্বই আলাদা। তবে এখন সোনার গয়না ছাড়া অন্য গয়না তালিকায় রাখতে চাইছেন অনেকে। অথবা সোনার আকাশ ছোঁয়া দামের কারণে বিকল্প গয়না খুঁজছেন অনেকে। শীতকাল মানেই বিয়ের মরসুম। তবে শুধু বিয়ে বলেই নয়, সারা বছর যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকে রইল একটি ভালো আইডিয়া। বিয়ে বাড়িতে আজকাল কোনে থেকে শুরু করে অনেকেই মুক্তোর সেট পড়ছেন। যা এক দিকে নজরকাড়া এবং দামও সাধ্যের মধ্যে। মুক্তোর জুয়েলারি নানান রকম ভাবে বানানো হচ্ছে। অনেকেই আছেন যারা কম বেশি সকলেই ব্যবসা করতে চান। তবে এর জন্য প্রচুর বিনিয়োগের কথা ভেবে অনেকে পিছিয়ে আসেন। আসলে তেমনটা করার কোনো প্রয়োজন নেই। ছোট আকারে ব্যবসা করেও বড় মুনাফা অর্জন করা যেতে পারে। এমন একটি ব্যবসা আছে যেখানে মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগে মাস কয়েক লাখ টাকা আয় করা যেতে পারে।
যাকে বলা হয় পার্ল ফারমিং ব্যবসা। এটি বর্তমানে অত্যন্ত আকর্ষণীয় একটি ব্যবসা। অনেকে এই ব্যবসার কথা জানেন না। গত কয়েক বছর ধরে এই ব্যবসা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। গুজরাটের বহু ব্যক্তি এই মুক্ত চাষ করে প্রচুর লাভবান হয়েছেন। উড়িষ্যা, বেঙ্গালুরুতে এই মুক্তো চাষ করা হয়।
এক একটি ঝিনুক তৈরিতে খরচ হয় প্রায় ২৫ থেকে ৩৫ টাকা। অন্যদিকে এক একটি মুক্তোর দাম ২৫০ থেকে ৩০০ টাকা হতে পারে। অর্থাৎ ২৫ থেকে ৩৫ হাজারের মুক্ত কিনে তা বিক্রি করে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে।
কোনো ব্যক্তি যদি ছোট পুকুরেই ব্যবসা করতে চান সেই উপায় রয়েছে। সবচেয়ে বড় কথা এই ব্যবসাটি মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব। পাশাপাশি এ ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয় না। বর্তমান সময়ে এমন কিছু কিছু লাভজনক ব্যবসায়িক উপায় আছে যার সাহায্যে স্বল্প বিনিয়োগের মাধ্যমেই সহজেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। তাই যুগের সাথে তাল মিলিয়ে সেই সমস্ত ব্যবসার চাহিদাও ক্রমশ বাড়ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম