।। প্রথম কলকাতা ।।
Srijit-Mithila: সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার? অন্দরমহলের অজানা কাহিনী। আসল ঘটনা জানিয়ে দিলেন অভিনেত্রী মিথিলা। ১১ ঘন্টা আগে ঠিক কি পোস্ট করেছিলেন মিথিলা? নিজের সোশ্যাল মিডিয়ায় সৃজিত-মিথিলার মাঝে ঠিক কে চলে এল? শাকিব বুবলিরা এখন অতীত৷ এপার-ওপার দুই বাংলার বিনোদন জগতে একটাই খবর এবার নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার। কোনও কোনও সংবাদমাধ্যম তো শিরোনামে লিখছে আর মাত্র দু মাস বাকি। পরিচালক নাকি এবার ভাত ডাল ছেড়ে বিরিয়ানিতে মজেছেন হেডলাইন এমনও।
এত গুঞ্জনের মাঝে আসল সত্যিটা কি? মুখ খোলার পর ঠিক কি প্রতিক্রিয়া দিলেন মিথিলা? সেটা জানাটা জরুরি। বেশ ঘটা করে সৃজিত-মিথিলা বিয়ে করেছিলেন ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন মিথিলা ও পরিচালক সৃজিত মুখার্জি। এরপর মিথিলার আগের পক্ষের কন্যা আয়রাকে নিয়েও বহু পোস্ট দেখা গিয়েছে সৃজিতকে। এমনকি মিথিলা এমনটাও জানিয়েছিলেন তার জীবনের বড় ভুল ছিল অনেক ছোটবেলা অভিনেতা তাহসানকে বিয়ে করা। এদিকে সৃজিতের নাম জড়িয়েছিল স্বস্তিকা মূখার্জী, জয়া আহসান, এমনকি সংগীতশিল্পী মধুবন্তী বাগচীর সঙ্গেও।
সম্প্রতি নিজের বোল্ড কাজ মাইসেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্র নিয়ে ওপার বাংলায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন অভিনেত্রী মিথিলা, তবে গুণীজনের অবশ্য ঢেলে প্রশংসাও করেছেন তাঁর এই সাহসী চরিত্রে। এরই মাঝে নতুন করে গুঞ্জন শুরু সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে। ওপার বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যমের দাবি আনন্দবাজার পত্রিকায় নাম না করেই সৃজিত-মিথিলার বিচ্ছেদের খবর ছাপা হয়েছিল। ওই প্রতিবেদন দাবি করা হয় সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত। সময় কাটাচ্ছেন তার সঙ্গেই।
এসবের মাঝে অভিনেত্রী মিথিলা মুখ খুললেন। বাংলাদেশের মিডিয়াকে তিনি জানিয়েছেন এই খবরের সঙ্গে তিনি সম্পৃক্ত নন খবরে কি তাঁর নাম আছে? একইসঙ্গে ভিত্তিহীন এ গুঞ্জনকে এবারও তেমন পাত্তা দেননি এ অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়াতেও না মিথিলা না সৃজিত কারোরই এসংক্রান্ত কোনও পোস্ট এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত দেখা যায়নি। ১১ ঘন্টা আগে মিথিলা তার ফেসবুক স্টোরিতে নয়া ছবি ‘মেঘলা’র একটি পোস্টার শেয়ার করেছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম