।। প্রথম কলকাতা ।।
Janhvi Kapoor: বলিউড তারকা হয়েও চরম কুসংস্কার মানেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। শুনে চমকে উঠবেন যে, শুক্রবারে কোনোভাবেই চুল কাটেননা তিনি। পরেননা কালো পোশাকও। সপ্তাহের ‘শুক্রবার’ এলেই জাহ্নবী হয়ে যান সাবধান। কিন্তু কেন? কীসের এত ভয় বলিউড অভিনেত্রীর মনে? কোন কারণে এত কুসংস্কার মানেন তিনি? এটা কি কেবলই ধর্মীয় গোঁড়ামি? নাকি রয়েছে কোনও জটিল রহস্য? না না, কোনও মজা ইয়ার্কি নয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার এই কুসংস্কার মানার আসল কারণ।
অনেকের কাছেই ব্যাপারটা হয়ত অবিশ্বাস্য লাগবে। হয়ত ভাবতে পারেন যে, জাহ্নবীর মত এত বড় একজন তারকা আর যাই হোক কুসংস্কারে বিশ্বাস করতে পারেননা? তবে এটা কিন্তু একেবারেই সত্যি। সম্প্রতি জাহ্নবী নিজেই ফাঁস করেছেন এই কথা।
নেটিজেনরা তো বলিউডের ‘সংসারি’ কন্যা বলেন জাহ্নবীকে। শুটিং, প্রোগ্রাম যাই থাক না কেন, কাজের ফাঁকে নানা মন্দিরে ঘুরতে দেখা যায় তাকে। পাশাপাশি নিয়ম করে সাপ্তাহিক বার’ও পালন করেন। বিশেষ করে সপ্তাহের শুক্রবার তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই যেমন, শুক্রবার দিনটায় নাকি কোনও পরিস্থিতিতেই তিনি চুল কাটবেননা। জানেন, শুক্রবারে জাহ্নবী কালো পোশাক অবধি পরেননা। কারণটা শুনলে আপনিও চমকে উঠবেন।
আসলে এই শুক্রবারের সাথে জাহৃবীর কোনও প্রতক্ষ্য যোগ নেই। বরং এই দিনটা নিয়ে বিশেষ অবশেসন ছিল তার মা শ্রীদেবীর। বলিউডের চাঁদনি বিশ্বাস করতেন, প্রতিটি কাজের জন্য আলাদা একটা করে দিন নির্ধারিত করা আছে। এই যেমন, শুক্রবারটায় নাকি চুল কাটতে নেই। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। আর লক্ষ্মী রুষ্ট হলেই জীবনে নেমে আসে অশান্তি। মায়ের সেই বিশ্বাসটাকেই আঁকড়ে ধরেছেন মেয়ে।
শোনা যাচ্ছে, মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই নাকি এরকম কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছেন নায়িকা। এর আগে অবধি নাকি কোনোরকম ধর্মীয় নিয়ম কানুনেই তার বিশ্বাস ছিলনা। তবে মায়ের মৃত্যু তাকে আপাদমস্তক বদলে দিয়েছে। যা তিনি কখনোই মানেননি, সেই সবই মানতে শুরু করেন মা শ্রীদেবীর কারণে। আর এখন তো তিনি মনেপ্রাণে এসব বিশ্বাসও করেন। যদিও তিনি একা না, শ্রীদেবী চলে যাওয়ার পর তার পরিবারের সকলেই নাকি এসব জিনিস মানতে শুরু করেছেন। আচ্ছা আপনি এই বিষয়টাকে কোন চোখে দেখেন? সত্যিই কি এসবের কোনও মানে আছে নাকি এসব নিছকই কুসংস্কার বলেই মনে হয় আপনার? জাহ্নবীর মত আপনিও কি এমন কোনও দিন? আপনার অভিজ্ঞতাও কমেন্টে জানাতে পারেন আপনাদের।
জানেন শ্রীদেবী নাকি তিরুমালার বালাজীকে খুব মানতেন। প্রতিটা জন্মদিনেই অন্ধপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে গিয়ে পুজো দেওয়া ছিল মাস্ট। এমনকি বাড়িতে ভালো মন্দ যাই হোক না কেন, তিনি সবসময় নারায়ণকে ডাকতেন। আর এখন শ্রীদেবীর মৃত্যুর প্রতিবছর মায়ের জন্মদিনে বালাজী মন্দিরে গিয়ে পুজো দেন শ্রীদেবী। বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ দিলেও, মায়ের প্রতি জাহ্নবীর এই শ্রদ্ধা দেখেই মুগ্ধ নেটিজেনরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম