।। প্রথম কলকাতা।।
Sridevi Official Biography: বলিউডের ‘চাঁদনি’কে নিয়ে এবার আসতে চলেছে বই! বুধবার প্রযোজক তথা স্বামী বনি কাপুর (Boney Kapoor) জানিয়েছেন এমনটাই। দর্শকদের কাছে তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্র জনপ্রিয়তা পেয়েছে। তাঁর সৌন্দর্যতায় ঘায়েল হয়েছেন পুরুষরা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার বলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নায়িকা শ্রীদেবীর বই প্রকাশিত হতে চলেছে। তা বইয়ের কী নাম? ‘শ্রীদেবী: দ্য লাইফ অফ আ লিজেন্ড’ (Sridevi: The Life of a Legend)।
বহু বিখ্যাত শিল্পী, খেলোয়াড়, পরিচালক নিজেদের জীবনী নিয়ে বই প্রকাশ করেছেন। তাঁদের জীবনের নানা ওঠা-পড়া থেকে শুরু করে সমস্তকিছু রয়েছে সেই বইতে। এবার ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে শ্রীদেবীর বায়োগ্রাফি। তাঁকে নিয়ে কলম ধরেছেন লেখক তথা গবেষক ধীরজ কুমার। ১৯৭৮-এ ‘সোলভা সাওয়ান’ ছবিতে অভিনয়ের দরুণ ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তার পর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। নিজের অভিনয় জীবনে তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষা মিলিয়ে ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ২০১৮-য় আচমকা তাঁর মৃত্যুর খবর হিলিয়ে দিয়েছে গোটা দেশকে। দুবাইয়ের এক হোটেলে মারা যান অভিনেত্রী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী সহ একাধিক সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। বনি কাপুরের শক্তি ছিলেন তিনি। তাঁর চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন তিনি। প্রযোজক জানিয়েছেন, ‘ধীরজ কুমার এমন একজন ব্যক্তি যাকে ওঁ পরিবারের সদস্য বলে মনে করত। আমরা খুশি যে তিনি একটি বই লিখছেন যা, ওরঁ অসাধারণ জীবনের জন্য একেবারে উপযুক্ত। নিজের প্রতিভা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুশি হত খুব’। সাধারণত ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করতেন নায়িকা। এবার বলিউডের এই আইকনিক অভিনেত্রীর জীবনের নানা দিক বইয়ের পাতায় উঠে আসবে। খুশি শ্রীদেবীর (Sridevi) ভক্তকূল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম