।। প্রথম কলকাতা ।।
চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাবে ভারত, মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি রেভ স্পোর্টসকে বলেন, “আমি ৪-০ দেখছি। ভারতকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। এই পরিস্থিতিতে, আমরা অনেক উন্নত দল।”
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইনিংস এবং ১৩২ রানে বড় ব্যবধানে জয়ের পর, বর্তমানে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয়লাভ করে ভারত। সেই সঙ্গে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে সাত উইকেট সহ দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। জাদেজা সিরিজের শীর্ষস্থানীয় উইকেট শিকারী। তিনি দুই ম্যাচে ১১.২৩ গড়ে এবং ২.৮৪ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছেন। পাশাপাশি ৪৮ গড়ে ৯৬ রান করেছেন জাদেজা।
অস্ট্রেলিয়া দিল্লি টেস্টে পরাজয়ে সিরিজ জয়ের সুযোগ হারানোর পর ভারত বর্ডার-গাভাস্কার ট্রফিও ধরে রেখেছে। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ১ মার্চ ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে। ৯ মার্চ বৃহস্পতিবার থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।