।। প্রথম কলকাতা।।
Ranbir-Sourav: কালো টি-শার্ট পরে হাতে ব্যাট নিয়ে কী করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)? রবিবার বিকেলে এরকম কিছু ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে নেট পাড়ায়। বিগত বেশ কয়েকদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছিলই। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে নাম চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর? নাকি সমস্তটাই গুজব? ২২ গজের ময়দানে মহারাজের কেরিয়ার বড়পর্দায় তুলে ধরতে তাঁর চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা? তালিকায় যবে থেকে শীর্ষে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছে, তবে থেকে হইচই পড়েছে চারিদিকে। এবার সেই সকল জল্পনাকে আরও উসকে দিয়ে রবিবার ইডেন গার্ডেনে (Eden Garden) ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল রণবীর কাপুরকে।
আগামী দিনে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ (Tu Jhoothi Main Makkaar) শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) বিপরীতে দেখা যাবে রণবীরকে। প্রসঙ্গত, তারই প্রচারে কলকাতায় (Kolkata) হাজির হয়েছেন অভিনেতা। এদিন প্রচারের ফাঁকেই ইডেন গার্ডেনে ব্যাট ধরতে দেখা গিয়েছে তাঁকে। আগেই এই বিষয়ে জানানো হয়েছিল দাদাকে। আর সেইমতো ঠিক করা হয়েছিল সৌরভ বনাম রণবীরের ম্যাচ হবে। সেই অনুযায়ী রবিবার সাদা জার্সিতে দল নিয়ে নামেন মহারাজ। অন্যদিকে কালো জার্সি গায়ে দেখা যায় অভিনেতার দলকে।ব্যাটিংয়ের সঙ্গে বল করতে দেখা গিয়েছে রকস্টারকে। এমনকি দাদার বলে ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেইসঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই দুনিয়ার এই জনপ্রিয় তারকা। আর তাতেই ইঙ্গিত মিলেছে, দাদার বায়োপিকে (Sourav Ganguly’s Biopic) দেখা যাবে রণবীরকে। সকলে ধরেই নিয়েছেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারের ফাঁকে খেলা সংক্রান্ত খুঁটিনাটি দাদার কাছ থেকে জেনে নিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
ক্রিকেট দুনিয়ার বড় নাম সৌরভ গাঙ্গুলী। তাঁকে ঘিরে বাঙালির আবেগ কাজ করে। তিনি বাঙালির গর্ব। জনপ্রিয়তার পাশাপাশি তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কও। এবার সাফল্য আর বঞ্চনা সব মিলিয়ে তাঁর কাহিনী ফুটে উঠবে পর্দায়। যার জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ অভিনেতার। বহুদিন ধরেই বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করছেন সৌরভ। আর এবার রণবীরের ব্যাট ধরা দেখে সকলেই নিশ্চিত দাদার ভূমিকায় নিজেকে তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা। কারোরই অজানা নয় যে ফুটবল রণবীরের প্রথম পছন্দ। প্রথমে শোনা গিয়েছিল সেই কারণে হয়তো ‘দাদা’র বায়োপিকে প্রাক্তন অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে।
যদিও সেলিব্রিটি ক্রিকেট লিগের কারণে এই খেলা নিয়ে কিছুটা জ্ঞান রয়েছে তাঁর। কিন্তু সৌরভের চরিত্রকে বড় পর্দায় কে তুলে ধরবেন, তা এখনও পরিষ্কার নয়। এদিকে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রণবীর জানিয়েছেন, তাঁকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় অভিনয় করার জন্য কোনও অফার করা হয়নি। তবে অপরদিকে প্রস্তাব এলে তা গ্রহণ করবেন কিনা, তাও খোলসা করেন নি। কিন্তু তিনি মুখে যাই বলুন না কেন, তাঁর কাজ অন্য কথা বলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম