।। প্রথম কলকাতা ।।
Richa Ghosh: ভরসা ছিল আত্মবিশ্বাস আর নিজেদের অধ্যাবসায়ের উপর। বিশ্বকাপের মঞ্চ থেকে এবার এশিয়ান গেমস, ক্রিকেটে সোনা আসল ভারতে। ইতিমধ্যেই বাড়ি ফিরে এসেছে সোনার মেয়েরা। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বঙ্গ তনয়া। দেশের হয়ে সোনা জিতেছেন রিচা ঘোষ। আর কয়েকটা দিন পরই জন্মদিন। স্বর্ণ জয়ী মেয়েকে সারপ্রাইজ দিতে বিশেষ আয়োজন পরিবারের।
চীনে চলছে এশিয়ান গেমস। সেখানেই ভারতীয় দলের কাছে টিকতে পারল না শ্রীলঙ্কা। ভেঙে গেল সোনা জয়ের স্বপ্ন। এশিয়ান গেমসের ক্রিকেটে জয়ী হল ভারতের মেয়েরা। গোল্ড মেডেল জয়ী ভারতীয় মহিলাদের দলে রয়েছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। বুধবার তিনি বাড়ি ফিরেছেন। সাফল্য সম্পর্কে রিচা জানান, তার অনেক ভালো লাগছে। অনেকদিন পর তিনি বাড়ি ফিরছেন। মুম্বাইতে কিংবা কলকাতার এয়ারপোর্টেও তাকে সংবর্ধনা জানানো হয়েছে। নেক্সট লক্ষ্য ওয়ার্ল্ড কাপ। তিনি সবসময় চেষ্টা করেছেন, আরো ভালো করে খেলার। ফোকাস রেখেছেন শুধুমাত্র খেলার দিকে।
রিচার সাফল্যে উচ্ছ্বসিত পরিবারসহ গোটা এলাকা। ৮ বছর পর জন্মদিনে রিচা বাড়ি থাকবেন। তাই এই জন্মদিনকে একটু স্পেশাল করে তুলতে আয়োজন করেছেন পরিবারের সদস্যরা। বুধবার বাগডোগরা বিমানবন্দরে রিচাকে সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরের পৌঁছেছিলেন রিচার বাবা সহ অনেকেই। রীতিমত ব্যান্ড বাজিয়ে জানানো হয় স্বাগত। সাংবাদিকদের রিচা জানান, শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরো কাজ করতে চান। এশিয়ান গেমসের ফাইনালটা ছিল টাফ, কিন্তু ভরসা রেখেছিলেন আত্মবিশ্বাসের উপর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম