।। প্রথম কলকাতা ।।
Round Up 2022: সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যা মুহূর্তের মধ্যে যে কোন তথ্য একটা বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। শুধুমাত্র তথ্য আদান-প্রদানের জন্যই নয় আনন্দের রসদ জোগাতেও দারুন ভাবে সাহায্য করে এই সোশ্যাল মিডিয়া। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে । এ কথা বলাই যায়, সোশ্যাল মিডিয়া খানিকটা অন্যের বাড়ির খোলা জালনা হয়ে গিয়েছে আমাদের কাছে। কার জীবনে কী হচ্ছে না হচ্ছে তার আপডেট খুব ভালোভাবেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে।
এছাড়াও ফেসবুক, ইস্টাগ্রাম, ট্যুইটার সবকিছুতে এমনও কিছু জিনিস ঝড়ের গতিতে ছড়িয়ে যায় যা নয় মানুষকে হেসে লুটিয়ে যেতে বাধ্য করে, আর না হলে কিছুটা আবেগপ্রবণ করে তোলে। কিছু কিছু ভিডিও কিংবা ফটো আবার নেটিজেনদের রাগের কারণ হয়ে দাঁড়ায়। সোজা কথায় কান্না, হাসি ,মজা, দুঃখ ,রাগ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে থাকা মানুষের জীবনে সারা বছর কিছু না কিছু ঘটতেই থাকে। এমন বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ২০২২ সালেও যেগুলি ইন্টারনেটে ছড়াতে খুব একটা সময় নেয়নি। নেটিজেনরা নিজে তো দেখেছেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন শেয়ার করে।
পশ্চিমবঙ্গের বুকেই এমন বহু ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা সারা বছর ধরে যতবারই নেটিজেনদের নিউজফিডে এসেছে ততবারই প্রতিক্রিয়া পেয়েছে। ২০২২ শেষ হবার একেবারে আগে বছরভর সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তোলা রাজ্যের সেইসব ভাইরাল ভিডিও (Viral Video) আরেকবার মনে করা যাক।
* Umbrella থুরি Amrela গার্ল
সাংবাদিকদের একটা প্রশ্ন আর সেই প্রশ্নের একটা উত্তর, রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিল। ছোট্ট একটা ভিডিও ক্লিপিংস নিয়ে মিমের ছড়াছড়ি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ইংরেজিতে ফেল করায় নদিয়ার অষ্টাদশী সুদীপ্তার আন্দোলন সংবাদ শিরোনামে উঠে এসেছিল। আসলে তাঁর আন্দোলন সংবাদের কেন্দ্রবিন্দু ছিল না। সমস্যাটা ছিল ‘ আমব্রেলা’ বানান নিয়ে । সুদীপ্তা সেদিন ধর্নায় বসে আমব্রেলা বানান ঠিক করে বলতে পারেননি। ব্যাস ! সেটাকে ইস্যু বানিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রোস্ট ভিডিও বানানো শুরু হয়। ভিউয়ার্স টানার মত টপিক পেয়ে যান মিম ক্রিয়েটাররা । আর সেই সঙ্গে চলতে থাকে ট্রোল টিটকির।
video castody: R k Shohak
* ‘মানছি না মানব না ‘
২০২২ সালে উচ্চ মাধ্যমিকের ফল যখন প্রকাশিত হয় তখন একের পর এক ভিডিও ভাইরাল হয়েছিল । যা সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছিল। উচ্চমাধ্যমিকে অকৃতকার্য এক ছাত্রী স্কুলের সামনে আন্দোলন করাকালীন তাকে কয়েকটি সংবাদ সংস্থার তরফ থেকে হায়ার সেকেন্ডারি (Higher Secondary) বানান জিজ্ঞেস করা হয় । সে বানান বলতে তিনি ব্যর্থ হন । বরং উত্তরে চিৎকার করে বলে ওঠেন, ‘মানছি না মানব না ‘।সুনিতা ঘোষ নামে ওই শিক্ষার্থীর এই শ্লোগানকে ঘিরে ট্রোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই ‘মানছি না মানবো না’ স্লোগান নিয়ে গান পর্যন্ত তৈরি করা হয়েছিল।
video castody: Supriyo Roy
* সোনাঝুরির হাটে কোমর দুলিয়ে নাচছে স্পাইডারম্যান !
২০২২ এ মার্বেল ইউনিভার্স থেকে সোজা বাংলার সোনাঝুরির হাটে স্বেচ্ছায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল স্পাইডারম্যানকে (Spider man) । সেই ভিডিওটি নিশ্চয়ই ভুলে যাননি! শুধু ঘুরে বেড়ানো নয় রীতিমত আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা- মাদলের তালে নাচতে দেখা যায় তাকে । তা দেখে এক ব্যক্তি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর তারপর মুহূর্তের মধ্যে তা ভাইরাল। পরবর্তীতে যদিও জানা যায় ওই স্পাইডারম্যান হল বীরভূমের ইলামবাজারের এক বাঙালি যুবক। কলকাতা, সিউড়ি, শান্তিনিকেতন সহ আরও বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় তাকে । সেই মজাদার ভিডিও বেশ মন কেড়েছিল নেটিজেনদের।
View this post on Instagram
* বিয়োগ করতে কুপোকাত বাঁকুড়ার ‘মাস্টার’
ব্ল্যাক বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। বোর্ডে পাঁচ সংখ্যার বিয়োগ দেওয়া রয়েছে। অর্ধেক সমাধান করে সেখানেই থেমেছে চক। ব্ল্যাকবোর্ডের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন খোদ শিক্ষক ! এই ভিডিও সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছিল। বাঁকুড়ার চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব কুমার দীক্ষিত নিজে অঙ্ক করতে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যান। ছাত্ররাও জানিয়েছিল, ইংরেজি পাঠ্য বই পড়ান না শিক্ষক । বাংলাতেও অনেক সময় ভুল শেখান। সেই ভিডিও নিন্দার সাথে সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ছড়িয়ে যায়।
video castody: হাসিখুশি Hasi Khusi
* সন্ধ্যার আকাশে ‘UFO’ !
ডিসেম্বর মাসের এক শীতল সন্ধ্যায় হঠাৎ করে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় একটি কয়েক সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে। পূর্ব দিকের আকাশে একটা টর্চের মতো আলো দেখতে পাওয়া যায়। জল্পনা-কল্পনা শুরু হয় ওই আলো আসলে ইউএফও-র। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওর সঙ্গে নানা মুনির নানা মত শেয়ার হওয়ার পর জানা যায়, সেই দিন ভারত অগ্নি ফাইভ মিসাইল (Agni V Missile) পরীক্ষা করে। আর সেই পরীক্ষা সফলতা পায়। ওই আলো আসলে ছিল অগ্নি ফাইভ মিসাইলের।
Just saw this up in the sky. Location #Kolkata, #india South direction. Is this a comet? As soon i took the video it faded. It was super fast though. #comet #asteroid #space #debris pic.twitter.com/bUcFsOxgLY
— SATWIK (@iSatwik) December 15, 2022
video castody:Satwik
* সুনীল ছেত্রীকে ঠেলা লা গণেশনের!
সেপ্টেম্বর মাসে ডুরান্ড কাপের ফাইনালে বেঙ্গালুরু এফসি ২-১ ব্যবধানে হারিয়েছিল মুম্বাই সিটি এফসি-কে। বাংলার জামাই তথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chetri) হাতে ট্রফি তুলে দেওয়ার সময় তাকে সামান্য ঠেলা দিয়ে সরিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (La Ganeshan) । এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসে । আর সেই ভিডিও দেখামাত্রই বেজায় ক্ষুব্ধ হন নেটিজেনরা। ভারতীয় ফুটবল অধিনায়কের সঙ্গে এই ব্যবহার মেনে নিতে পারেননি ফুটবলপ্রেমীরাও।
video castody: Arghya Mitra
* ‘একটা গান গেয়ে দিলেই ল্যাটা চুকে যাবে’
সম্প্রতি ২০২৪ এর ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) আয়োজিত হয়েছিল । আর সেই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন বলিউড-টলিউড সহ ওপার বাংলার গণ্যমান্য সকল ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বানে সেদিন মঞ্চে উঠেছিলেন সুরের জাদুকর অরিজিৎ সিং তারপরেই গান গাওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়। এমনকি ইশারায় একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এরপর অরিজিৎ একেবারেই মজার ছলে বলেন, ‘একটা গান গেয়ে দিলে ল্যাটা চুকে যাবে’। তাঁর কন্ঠে শোনা যায় ‘ রং দে তু মোহে গেরুয়া’। সেই ভিডিও বিগত কয়েকদিন ধরেই বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
video castody: Arijit Singh-The Singing Sensation
*’ তুমি যা খুশি, কর আমি পড়ব না’
বই দেখলেই রক্ত উঠে যাচ্ছে মাথায়। টেনে হিঁচড়ে বই ছিঁড়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি মাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আবার যদি তাকে জোর করে পড়ানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু সে আরও একটা বই ছিঁড়ে দেবে। সবাই টিভি দেখছে আর সে পড়বে ? ২০২২ এ এইরকমও কিছু মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এক খুদে এবং তাঁর মায়ের কথোপকথন বেশ পছন্দ করেছিলেন নেটিজেনরা। সেখানে বাচ্চাটির মা তাকে পড়ানোর চেষ্টা করছে । কিন্তু বাচ্চাটি বলে চলেছে, ‘ আমাকে মারো-ধরো যা খুশি করো কিন্তু আমি পড়ব না’। আবার করোনাভাইরাসকে নিজের ‘সিপাই’ বানিয়ে বসেছিল সেই খুদে।
video castody: বাংলা NEWZ
* ফুগলার ‘ ভালো লাগছে না’
২০২২ এ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বাচ্চাদের ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে অন্যতম একটি ভিডিও হল ফুগলার । ভিডিওতে দেখা যাচ্ছে পড়তে বসে এক খুদের নানান বাহানা। নাদুস নুদুস চেহারার একটি বাচ্চা তাঁর মিসকে বোঝানোর চেষ্টা করছে পড়াশোনা করতে তাঁর আজকে ভালো লাগছে না। সে লিখতেও চায় না পড়তেও চায় না। কিছু জিজ্ঞেস করলেই বলে ওঠে ‘ ভালো লাগছে না ‘। এই ভিডিওটি নেটিজেনদের এতটাই পছন্দ হয় কিছুদিনের মধ্যেই ফুগলা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে হইচই এর মত প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ পেয়েছে ছোট্ট ফুগলা।
video castody: বাংলা NEWZ
* চক-ডাস্টার হাতে অঙ্ক শেখাচ্ছেন স্কুলের রাঁধুনি
চলতি বছরে এমনও কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে যা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়েছে মানুষের। মুর্শিদাবাদের ফরাক্কায় একটি স্কুলে চক ডাস্টার হাতে রাঁধুনিকে ব্ল্যাকবোর্ডে অঙ্ক শেখাতে দেখা যায়। বিশাখা পাল নামে ওই বৃদ্ধা জানান, তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন । পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ভৌতবিজ্ঞানে অনুত্তীর্ণ হন। বর্তমানে মুর্শিদাবাদের ফরাক্কায় নয়নসুখ শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয় রাঁধুনির কাজ করেন তিনি। তবে এক পড়ুয়াকে অঙ্ক না পারতে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি। সোজা চলে যান ক্লাসরুমে। চক নিয়ে ব্ল্যাকবোর্ডে অঙ্ক বোঝানো শুরু করেন। এই ভিডিওটি ভীষণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে অনেকেই বলেন, ‘তাঁর হাতে হাতা-খুন্তি নয়, চস-ডাস্টারই মানায়’।
video castody: বাংলা NEWZ
* বিডিওর গাড়ির সামনে ‘ঘেউ ঘেউ’ শ্রীকান্তর
বাঁকুড়ার এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছিল। রাস্তার উপরে বিডিওর (BDO) গাড়ি দাঁড় করিয়ে কুকুরের মত চিৎকার এবং ব্যবহার করতে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ভিডিও দেখে রীতিমত মজাই পেয়েছিলেন নেটিজেনরা। তবে পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তির নাম শ্রীকান্ত কুমার দত্ত । কিন্তু রেশন কার্ডে এসেছে ‘শ্রীকান্ত কুমার কুত্তা’। উপাধি পরিবর্তন করার জন্য বহু চেষ্টা করেও সক্ষম হননি তিনি। তাই বদলে ফেলেন নিজের আচরণই।
video castody: Sankar Debnath
* চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা
২০২২- এ একটি মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনার সাক্ষীও থেকেছে সোশ্যাল মিডিয়া। হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এক যুবকের সঙ্গে বচসা বাধে এক ব্যক্তির। বচসা চলাকালীন তারাপীঠ থেকে রামপুরহাট এর মাঝে আচমকায় এক যাত্রী অন্যযাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন। যদিও ভাগ্য জোরে প্রাণ বেঁচে যায় ওই যুবকের। রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তীব্র ধিক্কার জানায় নেটিজেনরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত মন্টু মণ্ডল নামে কলকাতা পুলিশের ওই কর্মীকে।
video castody: The Tcq Media
* ‘কাঁচা বাদাম’-এ মেতেছিল সোশ্যাল মিডিয়া
ভারত থেকে শুরু করে বিদেশের মাটিতেও ২০২২ এ ‘কাঁচা বাদাম’ তার দাপট দেখিয়েছে। এমনকি বলিউড- টলিউডের সেলিব্রেটিরাও কাঁচা বাদামে (Kancha Badam) কোমর দোলাতে ছাড়েননি। এই ভাইরাল গানটি শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা । পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর নামে এক চিনা বাদাম বিক্রেতা নিজের ব্যবসার খাতিরেই গান তৈরি করেছিলেন । আর সেই গান ছেয়ে যায় সামাজিক মাধ্যমগুলিতে ।২০২১ সালের শেষের দিকে ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের ভিডিও পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ২০২২ এর প্রথম দিকে তুমুল ভাইরাল হয় ওই গান। পরবর্তীতে আরও কয়েকটি গান তৈরি করেন তিনি, যা লক্ষ লক্ষ ভিউ পায় । রাতারাতি ভাইরাল হওয়া ‘ কাঁচা বাদাম’ গানের জন্যে ২০২২ শেষে অবস্থা বদলেছে ভুবন বাদ্যকারের।
video castody: Ruhi
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম