।। প্রথম কলকাতা ।।
Sohini-Shovan Wedding: বিয়ের পর একসাথে থাকবেন বলে ফ্ল্যাট কিনেছেন শোভন-সোহিনী। অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। বিয়ের বাকি আর কদিন। তার আগে কী নিজেরাই নিজেদের আইবুড়োভাত। খাওয়ালেন সোহিনী-শোভন। হবু বউয়ের থেকে চোখ যেন সরছেই না। বিয়ের প্ল্যানিং কী কী ? রণজয় ও স্বস্তিকা কি আসছেন ? যার সাথে যার বিয়ে লেখা আছে কপালে তার সাথেই তার বিয়ে হবে। তাই তো রণজয়কে ভুলে শোভনের দেওয়া সিঁদুরে সিঁথি রাঙাবেন সোহিনী সরকার। হানিমুনে কোথায় যাচ্ছেন দুজন?
বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাট কিনেছেন সোহিনী-শোভন। এবার সোহিনীর ঘরে বিশেষ আয়োজন! চলল জমিয়ে খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা আর গান। সেই ছবিতেই বোঝা যাচ্ছে প্ল্যাটের অন্দরমহল ঠিক কেমন।
একটা ঘরে মেঝে থেকে উপর পর্যন্ত বইয়ের তাক বাহারি আলোকসজ্জা। ঘরের ডেকরেও শৈল্পিক ছোঁয়া। এখানেই নাকি বিয়ের পর থাকতে পারেন শোভনরা। যে ছবি গুলো নেটদুনিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে নানা খাবার সাজানো রয়েছে টেবিলে। সেই ছবিতে দেখা গেল লজ্জামাখা হাসি নিয়ে। ক্যামেরার সামনে সোহিনী। হবু বউয়ের উপর থেকে চোখ সরছে না শোভনের। এদিন শোভনকে পাওয়া গেল কালো বুকচেরা শার্ট আর প্যান্টে। সোহিনী পরেছিলেন সাদা ওভারসাইজ শার্ট ও মেরুন রঙা স্কার্ট।
গানের আসরে গিটার হাতে পাওয়া গেছে শোভনকে। সোহিনীর জন্য পছন্দের গানটি নিশ্চয় গেয়েছেন তিনি! বিয়ে নিয়ে সোহিনী কিছু না বললেও বিশেষ দিনের জন্য ৩ লাখি মিনেকরা নেকলেস কিনেছেন সোহিনী। এমনটাই শোনা গিয়েছে। শাড়ির শপিং-ও হয়ে গিয়েছে। আইনি বিয়ে সেরে নাকি বিদেশ ঘুরতে যাবেন সোহিনী-শোভন। সোহিনী সরকার আর শোভন গাঙ্গুলির প্রেম। টলি পাড়ায় এই লাভবার্ডকে নিয়ে জল্পনার শেষ নেই। ইমন-স্বস্তিকার পর সোহিনী সরকারের সঙ্গে নাম জড়ায় শোভন গাঙ্গুলির।
সারেগামাপা খ্যাত শোভন গাঙ্গুলির সঙ্গে অনেকদিন ধরেই সঙ্গীত শিল্পীর ইমন চক্রবর্তীর সম্পর্কের গুঞ্জন ছিল।পরে সেই জল্পনায় জল ঢেলে ইমন বিয়ে করেন নীলাঞ্জনকে। তারপরে ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে নাম জড়ায় শোভনের। বিয়ে প্রায় পাকা হতে বসেছিল। প্রায়ই তাঁদের শহরের একাধিক জায়গায় দেখা যেত। সেই সম্পর্কের জল্পনাতেও জল ঢেলে শেষে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম করছেন শোভন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম