।। প্রথম কলকাতা ।।
Beauty Treatments: মানুষ পার্লারে যাচ্ছে চড় খেতে মুখের উপর বসিয়ে দেওয়া হচ্ছে জোঁক, শামুক, সাপ! সবকিছু এক্কেবারে জ্যান্ত। কি গা ঘিনঘিন করছে তো ? কিন্তু এরাই নাকি ত্বকের জেল্লা ফেরাবে! ভাবা যায়? অবাক হচ্ছেন তো? দেশ-বিদেশে এমন কিছু পার্লার রয়েছে যেখানে এই ট্রিটমেন্টগুলো অদ্ভুত হলেও বেশ জনপ্রিয়। এসব পার্লারে ঢুকতেই চোখে পড়বে থরে থরে সাজানো শামুক, সাপ, জোঁক সহ আরো কত কি। এদের দিয়েই করানো হয় ফেসিয়াল! ঠিক কতটা উপকার পাওয়া যায়? আদৌ কি এসব করে পরীর মত দেখতে লাগে? ফেসিয়াল মানেই যে কৌটো বন্দি ব্র্যান্ডেড প্রোডাক্ট, এই ধারণা একেবারে ভুল। এই প্রতিবেদন দেখলে নিজেই বুঝবেন।
ত্বক ভালো রাখতে কে না চায় বলুন। দাগ ছোপ থাকবেনা ! মুখ থাকবে ঝলমলে। কিন্তু নানা রকম প্রোডাক্ট ব্যবহার করেও কোন কাজ দিচ্ছে না? তাহলে এরকম ফেসিয়াল করে দেখবেন নাকি? যেখানে প্রোডাক্টের বদলে ব্যবহার করা হবে জোঁক সাপ শামুক। দেখতে হয়তো সুন্দর লাগবে, কিন্তু এই ট্রিটমেন্ট কিছুটা হলেও যন্ত্রণার। প্রাকৃতিক ফেসিয়ালের যত পদ্ধতি রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় শামুক ফেসিয়াল। পার্লারে আপনার মুখের উপর প্রায় কুড়ি মিনিটের জন্য কয়েকটা শামুক বসিয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে, শামুকের শ্লেষ্মায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং অ্যান্টি ব্যাকটেরিয়া। যা খুব দ্রুত ত্বকের বলিরেখা কমিয়ে দেয়। হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এক ধাক্কায়। অনেকটা কমে যায় ত্বকের বয়স এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
অনেকে আবার পার্লারে যান স্ল্যাপিং ফেসিয়াল নিতে অর্থাৎ চড় খেতে। শুনতে অদ্ভুত হলেও এটি কিন্তু ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বেশ কাজের। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন চড় মারা হয়। কখনো বা আবার চিমটি কাটা হয়। এর ফলে নাকি ত্বকের বয়স বাড়ে না । যদিও এটা সম্পূর্ণ নির্ভর করে বিশেষ পদ্ধতির উপর। আপনি কি জোঁকের কথা শুনলেই একটু ভয় পান? তাহলে এই ফেসিয়াল থেকে একটু দূরে থাকুন। কারণ জোঁক দিয়েও ফেসিয়াল করা হয়! প্রায় দুঘণ্টা ধরে কয়েকটি জোঁক ছেড়ে দেওয়া হয় মুখের উপর। বিশেষ করে যারা ব্রণর সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।
আবার ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, ফিলিপিনসে জনপ্রিয় স্নেক মাসাজ অর্থাৎ সাপ দিয়ে মাসাজ যেখানে শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে জ্যান্ত সাপ। এর ফলে দূর হবে ক্লান্তি। বাড়বে শরীরে রক্ত সঞ্চালনের পরিমাণ। আরো জানলে আশ্চর্য হবেন, ফেসিয়ালের ক্ষেত্রে মৌমাছির বিষ বা পাখির মলও ব্যবহার করা হয় ত্বক টান টান করতে, যৌবন ধরে রাখতে। কিংবা স্কিনের ডেড সেলস পরিষ্কার করতে এই ধরনের ফেসিয়াল বেশ জনপ্রিয়। সংবাদমাধ্যমে এই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি এই প্রাণী গুলিতে ফোবিয়া থাকে কিংবা ভয় পান তাহলে এই ধরনের ফেসিয়াল থেকে দূরে থাকাই ভালো। আর এই ধরনের ফেসিয়াল নেওয়ার আগে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম