।। প্রথম কলকাতা ।।
Smart Driving License: গাড়ি চালক এবং পথ চলতি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন আইন রীতিনীতি সরকারের তরফ থেকে আনা হচ্ছে। চালকের নিরাপত্তার বিষয়টিতে যেমন জোর দেওয়া হয় একই রকম ভাবে গাড়ির মালিকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথাও চিন্তাভাবনা করে দেখছে রাজ্য সরকার। এবার সকলের সুবিধার খাতিরে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। এর মাধ্যমে শুধুমাত্র রাজ্যে নয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে কোন কাগজপত্র এবং পুরনো ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ছুটবে গাড়ি।
রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে এই নতুন স্মার্ট কার্ডটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিএম কার্ডের মতো ওই স্মার্ট কার্ড সাথে থাকলেই দেশের যে কোন জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবেন আপনি। এক্ষেত্রে গাড়ি রেজিস্ট্রেশনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র রাখার প্রয়োজন হবে না। কারণ ওই কার্ডের মধ্যেই থাকবে একটি মাইক্রোচিপ এবং কিউআর কোড। যার মাধ্যমে চালকের নাম ঠিকানা, ফোন নাম্বার থেকে শুরু করে কোথায় তাঁর ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে, তাঁর গাড়ির চেসিস নাম্বার কী, তাঁর রক্তের গ্রুপ কী এই সমস্ত বিষয়ক জেনে নেওয়া যাবে সহজেই।
আরও পড়ুন : Hooghly : টোটো চালিয়েই চলবে পড়াশোনা, সংসারের হাল ধরতে প্রস্তুত শ্রীরামপুরের তমা
তবে এই কার্ডে সমস্যাও রয়েছে। যদিও সেই অর্থে এটিকে সমস্যা বলা যায় না। পূর্বে যদি চালক কোন রকম ট্রাফিক আইন ভঙ্গ করে থাকেন তবে ওই কার্ডের মাধ্যমে যে কোন জায়গায় জানা যাবে যে তিনি ট্রাফিক আইন অমান্য করেছিলেন কিনা এবং করলে সেটি কোথায়। সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র ওই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেখালেই ট্রাফিক পুলিশের তরফ থেকে গাড়ি চালককে ছেড়ে দেওয়া হবে। ওই কার্ড সঙ্গে থাকলে দেশের যে কোন জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে এই কার্ডটি চালু হলে স্বাভাবিকভাবে গাড়ি চালকসহ গাড়ির মালিকদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম