।। প্রথম কলকাতা ।।
Weather update: সামান্য বাড়ল তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এখন ১৮ ডিগ্রির নিচে। আগামী কয়েকদিন জেলায় জেলায় তাপমাত্রা নিম্নমুখী থাকবে।
তবে শীত থিতু হতে এখনও দেরি আছে। ১৫ই ডিসেম্বর এর আগে শহরের শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন শহরে সকালে মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে।
সিকিমসহ অপেক্ষাকৃত উচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হের ফের হবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু, চার ডিগ্রি নিচে রয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই বজায় থাকবে। আবার অন্যদিকে আরো কিছুদিন পরে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এই মুহূর্তের পশ্চিমবঙ্গের জন্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো পূর্বাভাস নেই আগামী চার থেকে পাঁচ দিন পরিস্কার শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম