।। প্রথম কলকাতা ।।
Dry Hand Care Tips: শীতকাল মানেই শুষ্ক আবহাওয়া। আর এই শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের মুখের ত্বকের পাশাপাশি হাত-পায়ের ত্বকগুলিও অত্যন্ত শুষ্ক (Dry Skin) হয়ে ওঠে। অনেক সময় দেখা যায়, হাত অথবা পায়ের ত্বক এতটাই খসখসে হয়ে গিয়েছে যে চামড়া উঠতে শুরু করেছে। সেটা দেখতে ভীষণ খারাপ লাগে। আর যে সকল মহিলারা শীতকালেও (Winter) সারাদিন ঘরের কাজের জন্য বাসন মাজছেন, জল ঘাটছেন তাদের হাত শুকিয়ে যাওয়ার সমস্যা অনেক বেশি দেখা দেয়। হাত এবং পায়ের চামড়ায় সাদা সাদা দাগ ফুটে ওঠে।
যা নিয়ে বাইরে বেরোনো অত্যন্ত লজ্জাজনক বলে মনে হয়। তাই শীতকালে মুখের ত্বকের যেমন যত্ন নেবেন ঠিক তেমন ভাবেই হাত ও পায়ের ত্বকের যত্ন নিতে হবে । নইলে শুষ্কতার হাত থেকে ত্বক রক্ষা করা সম্ভব নয়। হাত এবং পায়ের ত্বকের যত্ন মানেই কিন্তু দামি দামি প্রসাধনী নয়। ঘরোয়া কিছু উপকরণ কাজে লাগিয়ে আপনি কোমল নরম ত্বক পেতে পারেন শীতকালেও। শুধু কিছুটা বেশি সময়ের প্রয়োজন। কী কী ঘরোয়া পদ্ধতিতে (Home Remedies) আপনি মুখের পাশাপাশি হাত-পায়ের ত্বকের যত্ন নিতে পারবেন? চলুন জানা যাক।
১. প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে অলিভ অয়েল (Olive Oil) নিয়ে ভালোভাবে হাতে ম্যাসাজ করুন। আপনি অলিভ অয়েলের বিকল্প হিসেবে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলের মধ্যে যেহেতু বিভিন্ন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি রয়েছে তাই সেটি আপনার হাতের ত্বককে নরম রাখতে ভীষণভাবে সাহায্য করবে।
২. কাঁচা দুধ (Milk) এবং কয়েক ফোঁটা গোলাপ জলের (Rose Water) মিশ্রণ যদি দিনে দুবার করে হাতে লাগাতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে। আপনাকে এই মিশ্রণটি হাতে ১৫ মিনিট করে লাগিয়ে রাখতে হবে। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। তাহলেই আপনি পেতে পারেন কোমল ত্বক।
৩. এছাড়াও আপনি হাফ কাপ গরম জলের (Hot Water) মধ্যে হাফ কাপ কাঁচা দুধ মিশিয়ে নিতে পারেন। আর তারপর সেটি তুলোতে ভিজিয়ে দুই হাতে ভালো করে ঘষে নিন। এই কাজটি যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে আপনার হাতের শুকনো চামড়া ওঠা ধীরে ধীরে কমে আসবে।
৪. প্রাকৃতিক ঘরোয়া স্ক্রাবার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সেটি তৈরি করার জন্য আপনাকে গুঁড়ো দুধ (Powder Milk), কিছুটা চিনি (Sugar) আর কিছুটা অলিভ অয়েল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । আর তারপর সেই মিশ্রণ দুই হাতে নিয়ে ভালোভাবে কুড়ি মিনিট মত লাগিয়ে রাখুন। আপনি যদি এই কাজটি সপ্তাহে অন্ততপক্ষে দুদিনও করতে পারেন তাহলেও সুফল মিলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম