।। প্রথম কলকাতা ।।
Anti Aging Serum: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব স্বাভাবিক ভাবেই ত্বকে বলি রেখার সমস্যা দেখা দেয়। দেখতে খুব বাজে লাগে। অনেকের আবার বয়সের আগেই বলিরেখায় ভরে যায় মুখ। এই বলিরেখাকে বার্ধক্যের ছাপ বলে ধরে নেওয়া হয়। কেউ চান না যে ত্বকে বয়সের ছাপ পড়ুক বিভিন্নভাবে তা আটকানোর চেষ্টা করেন। বেশিরভাগ মানুষ এক্ষেত্রে বাজার চলতি এজিং ক্রিম এর উপর ভরসা রাখেন। অনেক সময় এই ধরনের ক্রিম কিন্তু কাজের কাজ কিচ্ছু করে না। নামিদামি আন্টি এজিং ক্রিম থেকে শুরু করে কেমিক্যাল ট্রিটমেন্ট পর্যন্ত অনেক রকম পদ্ধতিতে বলিরেখা আর বয়স জনিত নানান রকম দাগ মুছে দেওয়ার চেষ্টা চলতেই থাকে।
আপনারা হয়তো জানেন না শুধুমাত্র নারকেল তেলেই বলি রেখা আর কালো দাগ সব দূরে রাখা যাবে। একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভিতরের তরল জিনিসটা বের করে নিন। এবার তাতে কয়েক ফোঁটা অর্গানিক নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিষ্কার মুখে এই তেলের মিশ্রণটা লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। প্রতি রাতে করলে ত্বকের চোখে পড়ার মতো উন্নতি হবে। বয়সের ছাপ পড়া ত্বকে এই তেলের মিশ্রণটি বিশেষভাবে কার্যকর।
এক টেবিল চামচ ভার্জিন কোকোনাট অয়েল এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বলিরেখার উপর এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০মিনিট। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। নারকেল তেল ত্বকে আর্দ্রতা আর কোমলতা জোগায়। ফলে আপনি পেয়ে যান তারুণ্যে ভরপুর টানটান কোমল ত্বক।
ত্বকে বয়সের ছাপ রুখতে নারকেল তেল আর লেবু দারুন কাজ করে। এক চামচ কাঁচা দুধে কয়েক ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভালোভাবে নাড়ুন। দুধে কিছুক্ষণের মধ্যেই ছানা কেটে যাবে। সেই ছানায় এক টেবিল চামচ ভার্জিন কোকোনাট অয়েল যোগ করে আরেকবার ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে দু তিন মিনিট মাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।জানা কাটা দুধ আর নারকেল তেল ত্বকে আদ্রতা যোগায়।
নারকেল তেল অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে মাখলে ত্বক পরিষ্কার হয়। শুষ্ক ত্বক উজ্জ্বল হয়।বলি রেখার সমস্যা দূর হয়। শীতকালে ত্বক ফাটার হাত থেকেও রক্ষা পাওয়া যায়।
আসলে বাজারে যতই নামীদামী কসমেটিকসের রমরমা হোক না কেন, তাতে কেমিক্যাল থাকবেই। জানবেন প্রাকৃতিক প্রোডাক্ট এর বিকল্প নেই । কাজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম