।। প্রথম কলকাতা ।।
Manish Sisodia: আবগারি নীতি মামলায় আজ শুক্রবার প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই। কিন্তু তাতে নাম নেই মণীশ সিসোদিয়ার। এদিন ব্যবসায়ী বিজয় নায়ার, ব্যবসায়ী অভিষেক বোইনপালি সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে তদন্তকারী সংস্থা। যাঁরা এই মুহূর্তে জেলে রয়েছে। ‘এনডিভি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর অর্থ মণীশ সিসোদিয়া তদন্তকারী সংস্থার দ্বারা মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।
এদিকে চার্জশিটে নাম রয়েছে সিসোদিয়ার ঘনিষ্ঠ সহযোগী বিজয় নায়ারের। সাংবাদিকদের সিসোদিয়া জানিয়েছেন, ‘সিবিআইয়ের চার্জশিট থেকে এটা স্পষ্ট যে মিথ্যাভাবে জড়ানো হয়েছিল সিসোদিয়াকে। বিরোধীরা দিল্লি সরকারের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করেছিল। তদন্তকারী সংস্থা ক্লিনচিট দিয়েছে’। অন্যদিকে ‘দ্য ওয়াল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী CBI জানিয়েছে, বাকিদের বিরুদ্ধে ক’দিন পরে চার্জশিট জমা করা হবে। সেদিক থেকে আবার সাময়িক স্বস্তি পেয়েছে আম আদমি পার্টি ও সিসোদিয়া। অন্যদিকে আগামী ১ ও ৫ ডিসেম্বর গুজরাট বিধানসভার ভোটগ্রহণ। তার মাঝে ৪ ডিসেম্বর দিল্লির পুর নিগমের ভোট নেওয়া হবে।
আর দুই নির্বাচনের ক্ষেত্রেই দিল্লির আবগারি নীতি নিয়ে অনিয়মের অভিযোগ ও তাতে সিবিআই তদন্ত বড় ইস্যু। শুক্রবার প্রথম চার্জশিটে উপমুখ্যমন্ত্রীর নাম না থাকায় কিছুটা চিন্তামুক্ত হয়েছে আপ। গত সপ্তাহে ধৃত ব্যবসায়ীদের জামিনের আবেদনের শুনানিতে আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দিতে বলে। কিন্তু আজ চার্জশিট জমা পড়ায় জামিন পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘গুজরাট নির্বাচনের আগে এটি প্রমাণ করে যে সমস্ত অভিযোগই ছিল মিথ্যে। আমাদের নেতাদের টার্গেট করা হয়েছে’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম