।। প্রথম কলকাতা ।।
Hindenburg Report: জাস্ট একটা রিপোর্ট। প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তোলপাড় তৈরি হয়েছে। মহা সংকটে পড়তে চলেছে সাধারণ মানুষ। সেই আশঙ্কা করছেন বহু বিশেষজ্ঞ। এখানে রয়েছে কোটি কোটি টাকার খেলা। ভারত তথা গোটা বিশ্বে আলোচিত অন্যতম শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) সংস্থার শেয়ার দর (Share Price) হু হু করে পড়ছে। তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই, বিশেষ করে যারা শেয়ার কিনেছেন। এছাড়াও ব্যাঙ্ক আর এলআইসি এক্ষেত্রে মহা ফাঁপরে পড়তে পারে। যদিও এলআইসি বা ব্যাঙ্কের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কোন প্রভাব পড়বে না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে হিন্ডেনবার্গের একটি রিপোর্ট, যা ফাঁস করেছে আদানির পর্দা!
ভারতীয় শেয়ার বাজারে এখন থমথমে ভাব। গুঞ্জন উঠেছে আদানি গোষ্ঠী নাকি কারচুপি করে সংস্থার শেয়ার দর বানিয়েছে। যার ফল ভুগতে হচ্ছে গৌতম আদানির শিল্প গোষ্ঠীকে। এমনটাই দাবি হিন্ডেনবার্গের (Hindenburg) রিসার্চে। এটি মূলত আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা। এই সংস্থা গবেষণা করে দেখে কোনো সংস্থার শেয়ার বিক্রিতে ভুল বা খামতি রয়েছে কিনা, সেই সংস্থা আদৌ বাজার থেকে ঋণ নিয়ে স্বচ্ছতা বজায় রেখেছে কিনা প্রভৃতি বিষয়। এই সংস্থার প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন।
হিন্ডেনবার্গ সংস্থার উপর বেশ ক্ষেপেছে আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর দাবি অনুযায়ী, বদনাম করার জন্যই হয়ত এমনটা হচ্ছে। এই সমস্যার সাথে জড়িয়ে রয়েছে এক বিপর্যয়ের ঘটনা। জার্মানির যাত্রীবাহী বিমান এলজেড১২৯ হিন্ডেনবার্গ বিমান দুর্ঘটনার নামে এই সংস্থার নাম রাখা হয়েছে। এই সংস্থা বহুবার বিভিন্ন সংস্থার প্রতারণার বিরুদ্ধে কথা বলেছে। তবে হিন্ডেনবার্গের দাবি আপাতত গায়ে মাখতে চাইছে না আদানি গোষ্ঠী। অপরদিকে দাবি অনুযায়ী, হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর কয়েকজন প্রাক্তন উচ্চ পদস্থ কর্তার সঙ্গে কথা বলে নথি পর্যালোচনা করে তবেই এমন রিপোর্ট প্রকাশ করেছে। এই সমস্ত অভিযোগ অনুযায়ী, আদানি গোষ্ঠী কৃত্রিমভাবে শেয়ারের দর অনেকটা বাড়িয়ে দিয়েছিল। বিষয়টি নিয়ে গোটা দেশ তোলপাড় তৈরি হলেও এই অভিযোগকে ভিত্তিহীন হলে উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী।
যতই বিষয়টিকে উড়িয়ে দেওয়া হোক না কেন নতুন বছরের শুরুতে কিন্তু গৌতম আদানি বিষয়টি নিয়ে রীতিমত বড়সড় ধাক্কা খেয়েছেন। উপরন্তু কোটি কোটি টাকার ক্ষতি হওয়ায় এখন তিনি বিশ্বের তৃতীয় ব্যক্তি থেকে নেমে এসেছেন চতুর্থ স্থানে। ওই রিপোর্টের পর, আদানি কোম্পানির ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা। ২৬শে জানুয়ারি গ্রুপের পক্ষ থেকে পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে বলা হয়েছে, আদানি সংস্থা (Adani Groups) হিন্ডেনবার্গের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ঠিক কোন ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে যাচাইয়ের জন্য মার্কিন এবং ভারতীয় আইনের একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আদানি গোষ্ঠীর অভিযোগ অনুযায়ী কোন রিসার্চ ছাড়া এই ধরনের রিপোর্ট প্রকাশ করায় আদানি (Adani) কোম্পানির শেয়ারহোল্ডার আর বিনিয়োগকারীদের উপর বিরূপ প্রভাব পড়েছে। যদিও গত দুদিনে এলআইসির ক্ষতি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। আদানি পোর্টের শেয়ারের পতন হয়েছে ৬.৩ শতাংশ, আদানি টোটাল গ্যাসের শেয়ার পতন হয়েছে ৫.৯ শতাংশ। অম্বুজা পাওয়ারের ৪.৯৭ শতাংশ এবং এসসিসি সিমেন্টের ৭.২ শতাংশ শেয়ার পতন ঘটেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম