।। প্রথম কলকাতা ।।
Siliguri: রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ানোর মতো। তাই এই পরিস্থিতিকে মাথায় রেখে অভিনব পদক্ষেপ (Innovative Step) নিল শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation)। যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক জোগাড় করে এনে দিলেই মিলবে বিনামূল্যে চাল। এত বেশি পরিমাণে ডেঙ্গি ছড়িয়ে যাওয়ার কারণ হিসেবে অবশ্যই মানুষের অসচেতনতাকে দায়ী করা হচ্ছে। সেক্ষেত্রে এই উদ্যোগে একদিকে যেমন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনি ডেঙ্গির প্রভাব তুলনামূলকভাবে অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে, রাস্তাঘাট হোক কিংবা বাড়ির আশেপাশে অথবা বাড়িতে কোন কাজে ব্যবহৃত প্লাস্টিক কুড়িয়ে নির্দিষ্ট জায়গায় জমা দিলে তার বিনিময় পাওয়া যাবে ১ কেজি চাল। এই ধরনের উদ্যোগের পেছনে রয়েছে যুক্তিসম্মত চিন্তাভাবনা। রাস্তাঘাটে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেওয়ার ফলে সেই সমস্ত প্লাস্টিকে জল জমার সম্ভাবনা থাকছে। অন্যদিকে ড্রেনে প্লাস্টিক আটকে গিয়ে সেখানেও জল জমে যাচ্ছে। যা এডিস মশার আঁতুঘর তৈরি করছে।
যাতে ডেঙ্গি মশার লার্ভা না জন্মাতে পারে তার জন্য আগে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সেই এলাকা পরিষ্কার রাখার লক্ষ্য নিয়েই শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, প্রতিজনকে ১১৯ টি প্লাস্টিকের প্যাকেট ওয়ার্ডে জমা দিতে হবে। তবেই বিনামূল্যে তাদেরকে দেওয়া হবে এক কেজি চাল । এতে একদিকে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে তেমন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গির প্রকোপ কমবে। এছাড়াও এলাকায় যারা আর্থিকভাবে সচ্ছল নন, তাদের মুখে সাময়িক কালের জন্য হলেও হাসি ফুটবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে নজরদারি থাকবে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সহ ওয়ার্ড কমিটির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম