।। প্রথম কলকাতা ।।
Sidharth Malhotra-Kiara Advani wedding: জয়সলমেরে উৎসব শুরু। বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণী। কথা ছিল, ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে (Suryagarh Palace) অতিথিদের আনাগোনা। মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়েতে (Sidharth-Kiara Wedding) যোগ দিতে মুম্বই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো তারকারা। কিন্তু ঠিক একদিন আগেই তারিখ বদল হয়েছে সিড-কিয়ারার বিয়ের। সবই হচ্ছে তবে আপাতত মধুচন্দ্রিমা যাচ্ছেন না সিড-কিয়ারা।
৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানে। তবে সিড-কিয়ারা বিয়ে (Sidharth-Kiara Wedding) হবে ৭ ফেব্রুয়ারি। তবে ঠিক কী কারনে বিয়ের তারিখ পিছল, তা জানা যায়নি। কিন্তু বিয়ের পর মধুচন্দ্রিমা নিয়ে কী পরিকল্পনা তাদের?
তারকা জুটি মধুচন্দ্রিমায় যাবেন ঠিকই। তবে এখনই নয়।
সিদ্ধার্থ পঞ্জাবি, কিয়ারা সিন্ধ্রি। তাই বিয়ের পরে বেশ কিছু আচারবিধি রয়েছে দুই পরিবাবের তরফে। এ ছাড়াও এই মুহূর্ত রোহিত শেট্টি পরিচালিত ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এর শ্যুটিং এখনও অনেকটা বাকি। এ ছাড়াও কিয়ারারও কিছু কাজের প্রতিশ্রুতি রয়েছে। সে সব শেষ করে তার পর মধুচন্দ্রিমায় যাবেন যুগল। বলিপাড়ার ফিসফিসানি সিড-কিয়ারা বিয়ের (Sidharth-Kiara Wedding) পর একান্তে কিছুটা সময় কাটাতে উড়ে যেতে পারেন মলদ্বীপে।
রাজস্থানি ছোঁয়া লেগেছে এই বিয়েতে। হবু বর যতই পাঞ্জাবি হোক আর কনে যতই সিন্ধি হোক, বিয়ে জমেছে রাজস্থানি সুরে। ইতিমধ্যেই তাঁদের বিবাহ বাসর যেখানে বসবে সেই সূর্যগড়ের প্রাসাদ সেজে উঠেছে।নিক-প্রিয়াঙ্কা, ক্যাটরিনা-ভিকিদের মতো তাঁরাও বেছে নিয়েছেন ইতিহাস ও কেল্লা সমৃদ্ধ এই জায়গাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল কেল্লার বাইরে রাজস্থানি গান নাচ। ডিজে গণেশ দায়িত্ব সামলাবেন সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গীতের। পিঙ্কভিলার তরফে এমনই তথ্য জানানো হয়েছে।
সিড-কিয়ারার বিয়ের (Sidharth-Kiara Wedding) জন্য মণীশ মালহোত্রা (Manish Malhotra) দেড়শোর উপর পোশাক ডিজাইন করেছে! আত্মীয়-পরিবারের জন্যই নাকি এই পোশাকগুলো ডিজাইন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছে ১০০-র কাছাকাছি নাম। গোটা সূর্যগড় প্রাসাদটাই (Suryagarh Palace) বুক করা হয়েছে তিন দিনের জন্য। যেখানে প্রি-ওয়েডিং মেহেন্দি, হলদি, সংগীতও হবে। হাই প্রোফাইল অতিথিদের কথা মাথায় রেখে বুকিং করা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যার মধ্যে রয়েছে মার্সিডিজ, জাগুয়ার থেকে বিএমডব্লিউ-র মতো নাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম