।। প্রথম কলকাতা ।।
BGT: আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল (Shubman Gill)। সেই সঙ্গে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করলেন ভারতের এই তরুণ ওপেনার। এর আগে গিল ২০২১ সালের আইকনিক গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন।
প্রথম দুই টেস্টে বেঞ্চে কাটানোর পর গিল চলতি টেস্ট সিরিজে একটি সাধারণ সূচনা করেন। ইন্দোরে তৃতীয় টেস্টে ২১ এবং ৫ রান করেন। যে ম্যাচে ভারত ৯ উইকেটে পরাজিত হয়। আহমেদাবাদে চতুর্থ টেস্টে একটি ভাল ব্যাটিং পিচে ১৯৪ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। সেই সঙ্গে ২০১৫ সালে (সিডনি টেস্ট) কেএল রাহুলের পরে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করলেন।
Take a bow, Shubman Gill 🫡#INDvAUS #TeamIndia pic.twitter.com/M8U2gneid8
— BCCI (@BCCI) March 11, 2023
উল্লেখযোগ্যভাবে, এটি ছিল ২০২৩ সালে গিলের পঞ্চম শতরান। তরুণ ব্যাটারটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই আহমেদাবাদেই একটি টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ১২৬ রান করে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নেন।