।। প্রথম কলকাতা ।।
মাঝে অনেকদিন যোগাযোগ ছিল না, রাঙা বউ দিয়েই গৌরব-শ্রুতি একে অন্যকে চিনতে শিখেছেন। তবে অন্য কোনও সম্পর্ক নই! একদম খাঁটি বন্ধুত্ব। ধারাবাহিকের শীল পরিবারের সাথে তাঁদের দুজনের কতটা মিল? যৌথ পরিবার মানে তাঁরা কী মনে করেন? প্রথম কলকাতার সাথে খোলাখুলি আড্ডায় মনের কথা বললেন গৌরব-শ্রুতি। অভিনেতা অভিনেত্রীদের মানুষ কী ভাবে জানিনা মনের কথা কিছু বললে নানাভাবে প্রচারিত হতে থাকে।মনের কোন ক্ষোভ জানালেন শ্রুতি-গৌরব? বিয়ের পর সংসার জীবন কেমন কাটছে শ্রুতির? সামনেই ধুমধাম করে আবার বিয়ে? সত্যিটা ফাঁস করলেন।
বাস্তবে শ্রুতি -গৌরব কেমন? সকাল থেকে রাত কীভাবে কাটান? আর পাঁচটা সাধারণ মানুষের মতই জীবন? ২০২০ সালে গৌরব এবং শ্রুতিকে প্রথম বার একসঙ্গে দেখেন দর্শক। সেই সময় টিআরপি রেটিং এক নম্বরে জায়গা করে নিয়েছিল ধারাবাহিক ত্রিনয়নী। তার পর অবশ্য দুটি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন গৌরব। ওগো নিরুপমা, পিলু। অন্য দিকে শ্রুতিও জুটি বেঁধেছিলেন দিব্যজ্যোতি দত্তর সঙ্গে। দেশের মাটি ধারাবাহিকে অন্য ভাবে ধরা দিয়েছিলেন। রাঙা বউতেও হিট দুজন। পরপর হিট সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন?
রাঙা বউতে এরপর কোন চমক অপেক্ষা করছে? রাঙা বউকে প্রতিদিনই অনেক টুইস্ট আসছে যাতে আরও আগ্রহ বাড়ছে দর্শকদের। গৌরব শ্রুতির পর্দার জীবন কোনদিকে গড়ায়। তা ধারাবাহিকে চোখ রাখলেই বোঝা যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম