।। প্রথম কলকাতা ।।
সান্জ অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড শো প্রথম কলকাতার মুখোমুখি হন টলিউডের একধাঁক তারকা। একের শরীরে অন্যের মুখ বসিয়ে মানুষকে যে কত বড় বিপদে ফেলা যায় তা সম্প্রতি রশ্মিকা মন্দানা থেকে ক্যাটরিনা কাইফের ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু এমন ঘটনা সাধারণ মানুষের সাথে ঘটতে পারে যেকোনও দিন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত । কেন বললেন অবিনেত্রী অর্পিতা মুখার্জি?
বড় স্টেপ নেওয়া উচিত। প্রথম কলকাতাকে বললেন তন্নী লাহা রায়। এখন মানুষের ইমোশন নিয়ে খেলা হয়। সোজাসুজি বলে দিলেন রণজয় বিষ্ণু। ডিপফেক হল এমনই একটি প্রোগ্রাম। এই পদ্ধতিতে অডিয়ো, ভিডিয়ো ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট বানানো হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না।
নিজের কোন অভিজ্ঞতা প্রথম কলকাতার সাথে শেয়ার করলেন শ্রুতি? টেকনোলজি এগিয়ে গেছে বলে যা খুশি তাই করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানান দিতিপ্রিয়া ও স্বস্তিকা। নিজেদের প্রতিক্রিয়া জানালেন উপস্থিত অনান্য তারকারাও। নিজেদের ছবি ও ভিডিয়ো দিতে এখন ভয় পাচ্ছেন অনেকেই। তাই সাইবার বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেটে যা দেখছেন, তা সত্য কি না আগে তা যাচাই করুন তার পর শেয়ার করুন। ইন্টারনেটে যা ঘুরছে, তার সবটা সত্য নয়। সতর্ক থাকতেই হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম