।।প্রথম কলকাতা।।
Garuda become the vehicle vishnu:হিন্দু ধর্মে এমন অনেক গল্প রয়েছে যা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন বা পড়েছেন। যদিও আরো এমন কিছু রয়েছে যা অনেকেই জানেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে গরুড় চড়েন বিষ্ণু। ভগবান বিষ্ণু বা নারায়ন হলেন এই জগতের পালক তিনি সমগ্র জগতের পিতা। কিন্তু আমরা অন্যান্য দেব-দেবতার বাহন সম্পর্কে কম-বেশি অবহিত হলেও গরুড় (Garuda) দেবের সম্পর্কে সেভাবে খুব একটা জানি না।
গড়ুরদেব ঋষি কশ্যপ এবং বিনতার পুত্র। বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কখনও বলা হয়েছে মুক্ত ডানা ঈগলের মতো আবার ঈগল মানবের মতো বর্ণনা করা হয়েছে। আরেক মত অনুসারে এই গরুড় দেবকে বলা হয় সাপেদের চির শত্রু ।
পৌরাণিক কাহিনী অনুসারে গরুড়ের একবার অমৃতের খুব প্রয়োজন হয়ে পড়ে। অমৃত থাকে দেবতাদের কাছে। গড়ুর দেবলোকে অভিযান করলেন। দেবতাদের যুদ্ধে হারিয়ে অমৃতের ভান্ডার নিয়ে গিয়ে দিলেন বিষ্ণুর কাছে। কিন্তু নিজে সেই অমৃত পান করলেন না। এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু গরুড়কে বর দিতে চাইলেন। গরুর অমৃত চাইলেন না অমরত্ব চাইলেন। পাশাপাশি প্রার্থনা করলেন যে তিনি বিষ্ণুর রথের উপর থাকতে চান। বিষ্ণু তার সেই প্রার্থনা(Prayer) মঞ্জুর করলেন।
গরুড় আসলে হিন্দু এবং বৌদ্ধ পুরাণে উল্লেখিত একটি বৃহদাকার পৌরানিক পাখি বা পক্ষী তুল্য জীব। প্রাকৃতিকভাবে গরুড়ের সাথে নাগেদের সম্পর্ক খাদ্য এবং খাদকের। গরুড়ের প্রধান খাদ্য সাপ(Snake) তাই গরুড়কে সাপেরা ভয় পাবে এটাই স্বাভাবিক। প্রাকৃতিক নিয়মে এরা একে অপরের শত্রু।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম