।। প্রথম কলকাতা ।।
Vikram Chatterjee-Solanki Roy: বাংলা সিরিয়ালপ্রেমীদের জন্য সুখবর। একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন শোলাঙ্কি বিক্রম। স্টার জলসায় আবার দেখা যাবে ‘ইচ্ছেনদী’। কেন এমন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ? কবে থেকে আবার দেখা যাবে এই সিরিয়াল? টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন সিরিয়ালের আনাগোনা। দু তিন মাস যেতে না যেতেই হাজির হচ্ছে নতুন নতুন গল্প। একটা সিরিয়াল দুই বছর বা তিন বছর ধরে সম্প্রচার হওয়ার দিন এখন শেষ। দুই থেকে তিন মাস চললেই অনেক বলে মনে করছেন বর্তমান নির্মাতারা ।তবে এতে সেভাবে দর্শকদের মন পাওয়া যাচ্ছে না। তাই ফিরিয়ে আনা হচ্ছে পুরোনো স্মৃতি।
একটানা একটা গল্প দেখতে দেখতে দর্শকরা ভালবেসে ফেলেন সিরিয়ালের চরিত্রদের। তাই অনেক সময় রিপিট টেলিকাস্টও মন দিয়ে দেখেন। তবে ইদানিং যে সব গল্প আসছে তার সাথে একাত্ম হতে পারছেনা সিরিয়ালপ্রেমীরা। সেই কারণেই স্টার জলসা ঠিক করেছে, আরও একবার পুরোনো সিরিয়ালগুলিকে দেখানো হবে। আর এই তালিকায় যে কয়টি নাম সামনে এসেছে তার মধ্যে একটি হল ‘ইচ্ছেনদী’। বিক্রম শোলাঙ্কির এই মেগা নিয়ে দর্শকদের উত্তেজনা তো সকলেরই জানা।
এই ধারাবাহিকের মাধ্যমেই টলিউডে আত্মপ্রকাশ করেন শোলাঙ্কি রায়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দুর্দান্ত রসায়ন মন জিতে নিয়েছিল ভক্তদের। বাংলা টেলিভিশনে হাতে গোনা যে কয়েকটা জুটি আজও মনের মণিকোঠায় যত্ন করে সাজিয়ে রেখেছে দর্শক, তার অন্যতম অনুরাগ-মেঘলা। আজ থেকে প্রায় ৮ বছর আগে বিকেল পাঁচটা বাজলেই দর্শকরা বসে পড়ত স্টার জলসার সামনে। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে চোখ আটকে যেত সবার। সেই থেকে বিক্রম-শোলাঙ্কির সাবলীল রসায়ন আজও অমলিন। খুব তাড়াতাড়ি এই সিরিয়াল ফের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা।
পাশাপাশি বেশ কয়েকটি নতুন সিরিয়ালও আনতে চলেছে তারা। টিআরপির কথা ভেবেই নতুন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এক সময় টিআরপির দিক থেকে অনেক এগিয়ে থাকা সিরিয়ালগুলিকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে পুরনো দর্শকদের পাশাপাশি অনেক নতুন দর্শকও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সে জন্যই অন্য কয়েকটি সিরিয়ালের সঙ্গে ফিরছে ইচ্ছেনদী। ইচ্ছেনদী শেষ হয়ে যাওয়ার দুঃখে দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনেকেই। সেই সিরিয়াল আবার দেখা যাবে প্রথম থেকে। আবার অনুরাগ মেঘলাকে নতুন করে পাবেন দর্শকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম