।। প্রথম কলকাতা ।।
Tollywood: টলিউডে ফাটাফাটি খবর! এবার দেব-জিৎকে নিয়ে সিনেমা করতে চাইছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পূরণ হতে চলেছে ভক্তদের ইচ্ছে? বলিউড পারলে টলিউড নয় কেন? প্রশ্ন তুলেছে ভক্তরা। আর তাই বোধহয় ইন্ডাস্ট্রির হাল ফেরাতে দুই সুপারস্টারকে নিয়ে ভাবনাচিন্তা করছেন পরিচালক শিবপ্রসাদ! কোন ছবিতে দেখা যাবে দেব-জিৎ জুটিকে? ছবির গল্পই বা কী? কেমনভাবে প্লট সাজাচ্ছেন শিবপ্রসাদ? সত্যিই কি সেই ‘অসম্ভব’ এবার সম্ভবের পথে? শিবপ্রসাদ মুখোপাধ্যায় দিলেন গ্রীন সিগন্যাল।
আচ্ছা আপনিও কি দেব-জিৎ জুটির ভক্ত? আর একবারের জন্য হলেও কি দুই সুপারস্টারকে একসাথে দেখতে চান? তাহলে এই খবরটা তো আপনাকে শুনতেই হবে। কারণ এতদিন কোনও পরিচালক এটা নিয়ে আগ্রহ না দেখালেও, এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, দুই সুপারস্টারকে নাকি একফ্রেমে নিয়ে আসতে চান তিনি! কোন ছবিতে দেখা যাবে দেব-জিৎকে? কবেই বা কামব্যাক করবে দেব-জিৎ জুটি? জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন পরিচালক। ঠিক কী জানালেন পরিচালক?
আসলে সেই কবে দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখেছিল দর্শক। তারপর থেকে চাতক পাখির মত বসে থাকলেও পরিচালকদের আগ্রহ কই? আর এবার সেটা নিয়েই আগ্রহ প্রকাশ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিচালক স্পষ্ট জানিয়েছেন, দেব জিৎকে এক ফ্রেমে আনা খুব একটা অসম্ভব কিছুই নয়। সেরকম কোনও ছবিতে দেব জিৎ-কে মানিয়ে গেলে তিনি নাকি ছবি করার জন্য প্রস্তুত। তারকাদ্বয় সময় দিলেই ছবি তৈরি করে ফেলবেন তিনি।
আসলে শিবপ্রসাদ মনে করেন, আজকের দিনে দাঁড়িয়ে ‘দেব’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতা। বাণিজ্যিক মশালা মুভির পাশাপাশি দেবের প্রজাপতি, টনিক বা প্রধানের মত ভিন্ন ঘরানার ছবিগুলি যেভাবে দর্শক টেনেছে তাতে আর যাই হোক দেবকে উপেক্ষা করা যায়না। ওদিকে জিৎ আবার শিবপ্রসাদের বেশ ভালো বন্ধু। তার সাথে নাকি ছবি করার জন্য এক পা বাড়িয়েই রেখেছেন তিনি। তবে এখানেও বাধ সাধছে ঐ কন্টেন্ট।
তবে মাথায় যে তার কিছু একটা চলছে সেটা বেশ স্পষ্ট। কথা প্রসঙ্গে ‘হামি’ পরিচালক তো বলেই ফেললেন, ‘জিতের ফ্যানরা অনেক দিন ধরেই অপেক্ষা করছে অন্যরকম কিছু দেখার। জিৎ আমার খুব ভালো বন্ধু। মাঝরাতের বন্ধুও বলা যেতে পারে। আমরা একসঙ্গে ক্যারাম খেলি। ভালো কন্টেন্ট দিলেই সিনেমা হিট করবে।’ অর্থাৎ এখানে থেকে এটুকু আন্দাজ করাই যায় যে, পরিকল্পনা হয়ত তিনি করছেন।
সেক্ষেত্রে দর্শক চাহিদার কথা মাথায় রেখে তিনি যদি দুই মাস হিরো দেব-জিৎকে এক ফ্রেমে আনতে পারেন তাহলে তা যে সোনায় সোহাগা হবে সেকথা বলাই বাহুল্য। এমনিও দর্শকদের নাড়ি বুঝে ছবি তৈরি করতে শিবপ্রসাদ-নন্দিতা সিদ্ধহস্ত। এখন পরিচালক ইচ্ছে প্রকাশ করলেও দেব-জিৎ রাজি হন কি না সেটা তো ভবিষ্যতই বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম