।। প্রথম কলকাতা ।।
Shikhar Dhawan: শিখর ধাওয়ানের জীবনে ঝড়। ডিভোর্সের পর সন্তানের সাথে দেখা অবধি করতে পারছেন না তারকা ক্রিকেটার। ১০ বছরের ছেলের জন্য ব্যাকুল ভারতীয় ক্রিকেটার। আইনি বিচ্ছেদ হতেই কি আরও বেশি নিষ্ঠুর হয়ে উঠলেন শিখরের প্রাক্তন স্ত্রী? আবার কী কাণ্ড ঘটালেন প্রাক্তন স্ত্রী আয়েশা? শিখরের কথা শুনে চোখে জল ভক্তদেরও। তবুও প্রাক্তন স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলতে নারাজ। উল্টে এই এক কথাতেই নেটিজেনদের মন জিতে নিলেন গব্বর। জানেন ঠিক কী বলেছেন তিনি? কথা শুনলে আবেগ ধরে রাখতে পারবেন না আপনিও।
স্ত্রীর হাত থেকে মুক্তি পেয়েছেন ঠিকই। তবে তাতেও কি আর শান্তি মিলেছে? উহঃ, শিখর ধাওয়ানের জীবনে এসেছে অন্য অশান্তি। সেটা যে তার প্রাক্তন স্ত্রীর কারণেই, তা আর নতুন করে বলার কী! শোনা যাচ্ছে, এবার নাকি আর নিজের ছেলের সাথেই দেখা করতে পারছেন না তিনি। প্রাক্তন স্ত্রীর কারসাজিতেই নাকি ছেলের সঙ্গে কথা বলারও সুযোগ হয় না তার।
আচ্ছা একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে বলুন তো? সন্তানকে না দেখার কষ্ট যে কতটা, সেটা বোধহয় বলে বোঝানো সম্ভব নয়। তবে এবার তিনি যেটা বললেন, তা শুনে চোখের জল ধরে রাখতে পারছেনা ভক্তরাও। জানেন কী বলেছেন তিনি? এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শিখর জানিয়েছেন, আজ প্রায় ৬ মাস হয়ে গেল ছেলে জোরাভারের মুখ দেখেননি তিনি। কষ্টে বুক ফেটে গেলেও তার হাতে কিছুই নেই।
গত ডিসেম্বরেও এই একই যন্ত্রণার কথা প্রকাশ করেছিলেন। ছেলের জন্মদিনে তো সরাসরি শুভেচ্ছাটুকুও জানাতে পারেননি। প্রাক্তন স্ত্রী আয়েশা নাকি তাকে সব জায়গা থেকেই তাকে ব্লক করে রেখেছেন। তবে জানেন কি, এতকিছুর পরেও কিন্তু প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোনও কটূ কথা বলতে চাননা শিখর। আজও চেষ্টা করেন তার সম্মান বজায় রাখতে। এই বিষয়ে একবার শিখর বলেছিলেন, ‘জনসমক্ষে আমি কারুর কখনও নিন্দে করব না। যতটুকু বলার ততটুকুই বলব।’ আর ঠিক এই জায়গাতেই তিনি জিতে গিয়েছেন।
আসলে শিখর বিশ্বাস করেন, একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই কিন্তু এটা নয় যে, অতীত নিয়ে কাটাছেঁড়া করতে হবে। আবার এটাও নয় যে, ব্যক্তিগত জীবনের খারাপ ভালো সবকিছু জনসমক্ষে আনতে হবে। ব্যক্তিগত জীবনের মন্দ ভালো সবটাই তার একান্তই নিজের। আর এটাতেই গব্বরকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। ধাওয়ানের এই একটা কথা থেকেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ঠিক কতটা ভদ্র মানুষ।
তবে ছেলের বিষয়টা আলাদা। শোনা যায় শিখর খুব বাচ্চা ভালোবাসেন। আর সেই কারণেই আয়েশার পূর্বের দুই সন্তানকেও নাকি দত্তক নিয়েছিলেন তিনি। ছেলের পাশাপাশি তাদেরকেও আদর যত্ন দিয়ে বড় করতে চেয়েছিলেন। তবে তার প্রাক্তন স্ত্রী আয়েশার হয়ত সেটা মঞ্জুর ছিলনা। তবে শিখর বিশ্বাস করেন, তার ছেলে একদিন তার কাছে ফিরবেই। সেই বিশ্বাস রয়েছে নেটিজেনদেরও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম