।। প্রথম কলকাতা ।।
China India: চিনের আর্মির সঙ্গে নাকি পেরে ওঠার ক্ষমতা নেই ভারতের এমনটাই দাবি পিএলের। শাংরিলা ডায়লগে ভারতের কোন হুঁশিয়ারি পেতেই এতটা উস্কানির চেষ্টা? শুনুন চিনের লুকানো ঘা খুঁচিয়ে দেওয়া হল এবার। হাইপ্রোফাইল সিক্রেট মিটিংয়ে চিনের কীর্তি ফাঁস করে দিল দিল্লি। মুখ লুকোতে চরম সিদ্ধান্ত নিতে হল জিনপিংয়ের দেশকে। চিনের তরফ থেকে যা বলা হল আপনি একজন ভারতীয় হয়ে থাকলে আপনি প্রতিক্রিয়া দেবেনই দেবেন। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ব্যথিত ছিলেন শি জিনপিং। চিনকে হুঁশিয়ারি দিতেই উল্টে গেল খেলা। শাংরিলা ডায়লগ থেকে একেবারে সরাসরি বেজিংকে ওয়ার্নিং দিয়েছে ভারত। ভারতের প্রতিনিধি ডেপুটি এনএসএ বিক্রম মিশ্রি যাকে চিনের এক্সপার্টও বলা হয়। দক্ষিণ চিন সাগরে যে ব্লান্ডার করেছে চিন সেটা যাতে ভুলেও ভারত মহাসাগরে না করতে আসে। সরাসরি সতর্ক করে দেওয়া হল চিনকে৷ শাংরিলা ডায়লগ কি? ঠিক কি হয় এখানে? সেটা জানার আগে জানুন।
এই খবর ছড়িয়ে পড়ার আগেই তড়িঘড়ি আরও বড় খবর তৈরি করে ফেলেছে চিন৷ তৈরি করে ফেলেছে যখন বলছি তার নেপথ্যে কারণ আছে। ভারতের সামরিক শক্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল জিনপিংয়ের বাহিনী। পিএলের প্রতিনিধি দলের সিনিয়র কলোনেল ঝাং চি বলছেন। ভারত চিনের কাছে কোনও হুমকিই হতে পারে না কারণ ভারতের মিলিটারির দিকে তাকালে বুঝতে পারবেন কোন কোয়ালিটি ট্যাঙ্ক, এয়ারক্রাফট বা যুদ্ধাস্ত্র ভারত ব্যবহার করে। ইন্ডিয়ান আর্মি ও তার গোটা ডিফেন্স সিস্টেমকে প্রকাশ্যে, খোলাখুলি চ্যালেঞ্জ করে দিল চিন৷ এখানেই শেষ নয়। পিএলএ-র প্রতিনিধি দল বলেছে অন্যান্য দেশের মতো সুপারপাওয়ার হয়ে ওঠার জন্য ভারত সামরিক আধুনিকীকরণে কোনও চেষ্টাই করেনি।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সামনে এধরণের বক্তব্য তুলে ধরা মানে দুনিয়ার কাছে ভারতের প্রতিরক্ষা ও সামরিক শক্তি নিয়ে রীতিমত প্রশ্ন তোলা আর সেই কাজটাই করে দিল চিন। কিন্তু হঠাৎ করে কেন? আকসাই চিনে একটু একটু করে নির্মাণ বেড়েই চলেছে ড্রাগনের দেশের। সেখানেই কি এবার বাধা তৈরি করছে ভারত? কূটনৈতিক মহল বলছে শাংরিলা ডায়লগ যা হল বিশ্বের বড় বড় দেশের গোয়েন্দাপ্রধানদের বৈঠক সেখানে চিনের মুখোশটা টেনে খুলে দিয়েছে ভারত। বলে দেওয়া হয়েছে দক্ষিণ চিন সাগরে নাইন ড্যাশ লাইন দিয়ে সাগরের ৮০ শতাংশের মালিকানা দাবি করেছিল। সেটা ভারত মহাসাগরে যাতে ভুলেও না করতে যায় তারা।
ইউনাইটেড নেশন্স কনভেনশন অন দ্য ল অব সি (UNCLOS) এই চুক্তি রীতিমত লঙ্ঘন করেছে ড্রাগনের দেশ। এমনকি ডুবন্ত মিসচিফ রিফে চিনের কোনো দাবি নেই কারণ, সেটা ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে এ নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, শাংরিলা ডায়লগে চিনের একেবারে দগদগে ঘা-য়ে আঘাত করেছে। সেজন্যই ভারতকে কোনঠাসা করতে এত কড়া কড়া কথা হতে পারে আগামী দিনে। ভারতের বিরুদ্ধে জোরালো স্টেপও নিতে পারে বেজিং পরিস্থিতি তেমন এলে ভারত যে চুপ করে থাকবে না এই আত্মবিশ্বাস আজ প্রত্যেকটা ভারতবাসীর মধ্যেই তৈরি হয়েছে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম