।। প্রথম কলকাতা।।
Sakib Al Hasan: এবারেই প্রথমবার রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিব দেশের পশ্চিমাঞ্চল জেলা মাগুরা-১ আসনে শাসকদল আওয়ামি লিগের প্রার্থী হয়েছেন। ক্রিকেটের পাশাপাশি এবার রাজনীতির ময়দানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাই তাঁকে কাছে পেয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা আকাশ ছোঁয়া। রাজনীতির ময়দানে নেতা এখন সাকিব, তাই বাধ্য হয়ে ক্রিকেট মাঠের নেতা বদল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ! বাংলাদেশ ক্রিকেট দল পেল নতুন অধিনায়ককে।
রাজনীতি নিয়ে ব্যস্ত থাকা সাকিব আপাতত লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও খেলবেন না। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এবার সাদা বলের সিরিজের অধিনায়কের দায়িত্ব কাঁধে উঠল শান্তর’ই। ২৩ এর বিশ্বকাপের শেষ লগ্নে চোটের কারনে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। দেশে ফিরেই নেমে পড়েন রাজনীতির ময়দানে। তাই অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে নাজমুল হোসেন শান্তকে। শান্তর সহকারী হিসাবে দেখা যাবে মেহিদি হাসান মিরাজকে। ক্রিকেটিয় সংবাদ নিয়ে যদি আলোচনা করা হয় , তাহলে জানিয়ে রাখি আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি লাল বলের সিরিজ খেলবে টাইগারবাহিনী । আপাতত একটা চলছে। শান্ত যিনি অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই শতরান করেছেন। লাল বলের অপর সিরিজটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। অন্যদিকে, সাদা বলের সিরিজ় শুরু ১৭ ডিসেম্বর থেকে।
উল্লেখ্য, বাংলাদেশের বিঅভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে , আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর গত বুধবার প্রথম নির্বাচনী এলাকায় যান সাকিব আল হাসান। মাগুরায় পৌঁছে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ উঠেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম