।। প্রথম কলকাতা ।।
Rinku Singh: নাইট তারকা রিঙ্কু সিং-র প্রেমে মজেছেন শাহরুখ কন্যা সুহানা খান। ‘দিলওয়ালে নাকি ঠিকই নিয়ে যাবে তার দুলহানিয়াকে। সত্যিই কি শাহরুখের জামাই হচ্ছেন রিঙ্কু? সোশ্যাল মিডিয়ায় চলছে দিনভর চর্চা। সেই গুঞ্জন আরও জোরাল হল IPL ২০২৪ এর পর। কতটা এগিয়েছে রিঙ্কু সিং আর সুহানার গল্প? শাহরুখ খান কী বলছেন এই বিষয়ে? সত্যিটা শুনলে হা হয়ে যাবেন।
রিঙ্কু আর সুহানার প্রেমের জল্পনা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। অনেকেই ব্যাপারটা বিশ্বাস করছেন। আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দিচ্ছেন। নেটিজেনদের একাংশ আবার বলছে, ‘যা ঘটে তার কিছু তো বটে’। তাহলে সুহানা-রিঙ্কুর প্রেমের জল্পনা কি স্রেফ রটনা? নাকি সত্যিই কি রিঙ্কুতেই মন হারিয়েছেন সুহানা? ব্যাপারটা কিন্তু বেশ জটিল।
কেকেআর ভক্তদের হার্টথ্রব রিঙ্কু সিং। এযাবৎ তার দৌলতে বহু ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে শাহরুখ তো বটেই পাশাপাশি তার পরিবারও রিঙ্কুকে বেশ স্নেহের চোখেই দেখেন। তবে তাই বলে সুহানার সাথে প্রেমের বিষয়টা ঠিক হজম করতে পারছেনা নেটিজেনরা। উত্তরপ্রদেশের আলিগড়ের এই তরুণ কী না কিং খানের জামাই! বিষয়টা একেবারেই সহ্য হচ্ছেনা নেটপাড়ার বাসিন্দাদের।
তবে সমালোচকরা তো বলছেন, খবর সত্যতা থাকলেও থাকতে পারে। আইপিএলের চলতি সিজনে কেবলমাত্র রিঙ্কুর জন্যই নাকি মাঠে আসতেন সুহানা। গ্যালারি থেকেই মনোবল বাড়াতেন প্রিয় তারকার। যদিও বিষয়টাও ধোঁয়াশাও রয়েছে বিস্তর। কারণ, অমিতাভর নাতী অগস্ত্য নন্দার সাথেও সুহানার প্রেমের চর্চা বহুদিনের। দুজনে একসাথে একই ছবিতে ডেবিউ সেরে ফেলেছেন তিনি।
বলা হচ্ছে, ‘দ্য আর্চিস’এ অভিনয় করতে গিয়েই নাকি একে অপরের কাছাকাছি আসে সুহানা এবং অগস্ত্য। তাদের অনস্ক্রিন সেভাবে দাগ কাটতে না পারলেও অফস্ক্রিন রোম্যান্স কিন্তু দারুণ পপুলার। দিনকয়েক আগেই, শাহরুখ যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও নাকি সুহানার পাশে ছিলেন এই অগস্ত্যই। তাহলে এখন প্রশ্ন হল, এই দুজনের মধ্যে কার সাথে প্রেম করছেন শাহরুখ কন্যা?
যদিও নেটিজেনদের একাংশ তো বলছে, অগস্ত্য নন্দার চান্সটাই বেশি। রিঙ্কু সিং যে ট্যালেন্টেড তাতে কোনও সন্দেহ নেই। তবে সুহানা খান কি আর উত্তরপ্রদেশের এই ছা পোষা ছেলেটির গলায় মালা দেবে? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও এটা সত্যি যে, রিঙ্কুর সাথে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে তারকা কন্যার। এর আগে একবার তিনি জানিয়েছিলেন, রিঙ্কুর সাথে নাকি সবসময় ফিটনেস নিয়ে কথা হয় তার। তাছাড়া শাহরুখও একবার জানিয়েছিলেন যে, তার পরিবারে রিঙ্কুকে সবাই খুব ভালোবাসে। বিশেষ করে তার মেয়ে সুহানা ও ছেলে আরিয়ান রিঙ্কুকে সব থেকে বেশি ভালবাসেন।
অবশ্য রিঙ্কু কে ভালোবাসার কারণও রয়েছে। ক্রিকেটপ্রেমীদের হার্টথ্রব তিনি। উত্তরপ্রদেশের আলিগড়ের এই তরুণ চরম দারিদ্রের সাথে লড়াই করে জায়গা করে নিয়েছেন ক্রিকেট দুনিয়ায়। একটা সময় তার বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বলি করতেন। রিঙ্কুকেও একদা ঝাড়ুদারের চাকরিতে নাম লেখাতে হয়েছিল। যদিও পরে ঝাড়ু ফেলে ব্যাটই হাতে তুলে নিয়েছিলেন তিনি। তাই সুহানা তার প্রেমে পড়ুক চাই না পড়ুক, গোটা দেশ তো পড়েই গেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম