।। প্রথম কলকাতা ।।
Aishwarya Rai Bachchan: শাহরুখের সঙ্গে পর পর ৫টি ছবি থেকে বাদ দেওয়া হয় ঐশ্বর্যাকে! বলিউডের রাজনীতির শিকার খোদ রাই সুন্দরী। ভীর জারা নাকি তৈরিই হয়েছিল ঐশ্বর্যর জন্য। তাহলে কেন বাদ দেওয়া হল তাকে? কোন ভুলের মাশুল গুনেছিলেন ঐশ্বর্য? কারণটা শুনলে চমকে উঠবেন। আর কোন কোন ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল ঐশ্বর্যকে? নামগুলো সত্যিই অবাক করার মত। আর এবার প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেই ফাঁস করলেন সেই গল্প।
ভাবুন তো ‘ভীর জারা’তে শাহরুখের সাথে ঐশ্বর্য। কী দারুণ জুটি তাই না? তবে সেটা হল কই। উলটে একটার পর একটা ছবি হাতছাড়া। তার মধ্যে পাঁচটি ছবিই আবার শাহরুখ খানের সঙ্গে। ঐশ্বর্য তো নিজেই বুঝতে পারেননি তার মধ্যে খামতিটা কী রয়েছে? লাগাতার হিট দিয়েও ছবি থেকে বাদ। কারণটা অবধি জানানো হতনা। এমনও হয়েছে যে, ছবির কাজ শুরু হয়ে যাওয়ার পর হিরোইন বদলে ফেলেছে প্রডিউসাররা। ভাবতে পারছেন, ঐশ্বর্যকেও হতে হয়েছে বলিউডের রাজনীতির শিকার। কিন্তু কেন? কী কী সেই ছবি? কারণটা শুনলে অবাকই হবেন।
জানেন কি, একটা সময় ঐশ্বর্যকে একঘরে করে দিয়েছিল বলিউড। একবার সিমি গ্রেওয়ালের সঙ্গে কথা বলার সময় নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। ঐশ্বর্যর মুখ থেকেই জানা যায়, ‘ভীর জারা’র গল্প প্রীতি নয় বরং তাকে ভেবেই লেখা হয়েছিল। সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ ঐশ্বর্য জানতে পারেন ছবিতে তার বদলে প্রীতিকে নিচ্ছেন নির্মাতারা।
ঘটনায় যেমন অবাক হয়েছিলেন তেমন দুঃখও পেয়েছিলেন তিনি। শুধু কী তাই, চলতে চলতে’, ‘কাল হো না হো’-র মত ছবিতেও শাহরুখ-ঐশ্বর্যার জুটি হতে পারত। তবে ঐ যে, বলিউডের রাজনীতি। কোনও এক অজ্ঞাত কারণে একটার পর একটা বিগ বাজেটের ছবি থেকে বাদ পড়তে থাকেন নায়িকা।
অনেকেই তো ভেবেছিলেন ঐশ্বর্য হয়ত নিজেই ছেড়ে দিয়েছেন এইসব ছবি। তবে সত্যিটা হল নায়িকা কিছুই জানতেনই না। একটা সময় তো রীতিমত হতাশ হয়ে গেছিলেন। হাত থেকে ছবি চলে যাচ্ছে অথচ তিনি কিছুই করতে পারছেন না। প্রথমে তো তিনি নিজেই দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন।
পরে অবশ্য বুঝেছিলেন আসল কারণ। শুধু বুঝেছিলেন বলা ভুল, বলিউডের অন্দরমহল নিয়ে চোখ খুলে গিয়েছিল ঐশ্বর্যার। এরপরই সতর্ক হতে শুরু করেন। মেপে বুঝে পা ফেলতে থাকেন পারো। জানতে চান, কেন এমনটা ঘটেছিল ঐশ্বর্যর সাথে?
বলিউডের কানাঘুষা, ভাইজান সলমনের কারণেই নাকি ঘটেছিল সবকিছু। আসলে ব্রেকাপের পর সলমনের যখন তখন ঐশ্বর্যকে ডেকে পাঠানো, অন্য ছবির শুটিং সেটে গিয় অশান্তি সবটাই লক্ষ্য করছিল বলিপাড়া। আর এতে শুটিং-র ক্ষতি হচ্ছিল। এই কারণেই শাহরুখের ‘চলতে চলতে’ থেকে বাদ পড়েছিলেন তিনি। শোনা যায়, কিছু ছবি থেকে তো প্রভাব খাটিয়ে ঐশ্বর্যকে বাদ দিয়েছিলেন সলমন।
পরে অবশ্য এটা নিয়ে ক্ষমা চেয়েছিলেন শাহরুখও। কিং খান রিয়েলাইজ করেছিলেন যে, ঐশ্বর্যকে বাদ দেওয়াটা মোটেও উচিত হয়নি। এই বিষয়ে আপনি কী মনে করেন? আপনার পছন্দের ‘ভীর জারা’ বা ‘চলতে চলতে’ কিংবা ‘কাল হো না হো’ তে যদি শাহরুখের সাথে ঐশ্বর্য জুটি বাঁধতেন তাহলে তা কেমন হত? বিষয়টা কি আরও আইকনিক হয়ে উঠত পারতনা? আপনারা কি আবারও শাহরুখ ঐশ্বর্যকে একসাথে দেখতে চান? এটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম