।। প্রথম কলকাতা ।।
28th Kolkata International Film Festival: আগামী মাসেই শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৫ এপ্রিল-১ মে অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেইসময় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শত্রুঘ্ন সিনহা। গতকাল মুখ্যমন্ত্রী জানান যে, এবারের উদ্বোধনে হাজির হবেন ‘বাংলার জামাই’। থাকবেন অভিনেত্রী জয়া বচ্চনও। কিন্তু তারপরেই সকলের মনে প্রশ্ন উঠেছিল, অনুষ্ঠানে কি আসবেন ভাই শাহরুখ? তার উত্তর শুক্রবারই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মাননীয়া জানিয়েছেন, শুধু অমিতাভ বা জয়াই নয় উদ্বোধনে শামিল হবেন শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হবে সমস্ত বিরোধী দলের সদস্যদের। ‘জি ২৪ ঘন্টা’র প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারে চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ৫২টি দেশের প্রতিনিধিরা। তবে তাঁদের শুধু ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেই নয়, বিধানসভায় আসারও আমন্ত্রণ জানাবেন মাননীয়া।
এদিকে প্রায় তিন বছর পর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। রিপোর্ট অনুযায়ী, প্রতিবছরের মত এ বছরও থাকছে পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগ- ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজস, এশিয়াল সিলেক্ট, ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ফিকশন, ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি। পাশাপাশি নন কম্পিটিশন ক্যাটাগরিতে থাকবে সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানারোমা বিভাগ। জানা গিয়েছে, এই উৎসবে অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, পিয়র পাওলো পাসিলিনি, অ্যালান রিসনির শতবর্ষ উদযাপন করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম