।। প্রথম কলকাতা ।।
Celebrity Death 2023: আর কয়েকটা দিন পরেই নতুন বছর। ২০২৪ কে বরণ করতে তুমুল প্রস্তুতি গোটা বিশ্বজুড়ে। অনেকেই ফেলে আসা সময়কে মনে রাখতে চান না, আবার অনেকে সেই সময়টাকে স্মৃতি কাতর হয়ে বুকে আঁকড়ে ধরেন। এই ২০২৩ যেমন মানুষকে অনেক কিছু দিয়েছে, আবার বহু মানুষকে কেড়েও নিয়েছে। একা করে দিয়েছে বহু পরিবারকে। যদি বলিউড ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যু দেখেছে ২০২৩। প্রয়াত হয়েছেন এক ঝাঁক সেলিব্রেটি। অথচ সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী জীবনযুদ্ধে হারলেও, বিনোদন জগতে তাদের অনুপস্থিতি সবসময়ের জন্য অনুভব করবে ইন্ডাস্ট্রি। গভীর শূন্যতা তৈরি করে দিয়ে গিয়েছেন ভক্তদের মনে। যা কখনোই মুছে ফেলা যাবে না।
(১) টিভি শো স্প্লিটসভিলার পরিচিত মুখ আদিত্য সিং রাজপুত। বয়স বেশি হয় নি। মাত্র ৩২ বছর। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজের বাড়িতে। প্রথমে মৃত্যুর কারণ নিয়েছিল প্রচুর ধোঁয়াশা। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে ভক্তদের মধ্যে। যতদূর শোনা যায়, মাদকের ওভারডোজের কারণে কারণে নাকি তার মৃত্যু হয়েছে।
(২) মনে পড়ে টিভির সেই জনপ্রিয় অনুষ্ঠান সিআইডির কথা? যা মানুষকে চুপ করে বসিয়ে রাখতে পারত টিভির সামনে। সিআইডির খ্যাত চরিত্র ছিল ফ্রেডরিক্স, যার ভূমিকায় অভিনয় করতেন দিনেশ ফাডনিস। ২০২৩ এ তাকে আমরা হারিয়েছি। বেশ কয়েকদিন ভেন্টিলেটরে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
(৩) আর একটা মানুষের নাম পুরো বলিউডকে শোক স্তব্ধ করিয়ে দিয়েছে। তিনি হলেন প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ। প্রায় ২০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। ক্যান্সার হয়েছিল। ফোর্থ স্টেজে গিয়ে আর লড়াই করতে পারেননি।
(৪) ২০২৩ এই একদিন অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ করেন। আর তাতেই ভেঙে পড়ে গোটা বলিউড। ২০২৩ এর ৯ মার্চ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৬৬ বছর বয়সী সতীশ কৌশিক।
(৫) বয়স বেশি নয়, সিআইডি থেকে আদালতের মতো দুর্দান্ত টিভি শোতে জনপ্রিয় মুখ ছিল বৈভবী উপাধ্যায়ের। হঠাৎ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ‘সারাভাই বনাম সারাভাই’ খ্যাত এই অভিনেত্রী।
(৬) বিনোদন জগতের জনপ্রিয় মুখ নিতেশ পান্ডে। সিরিয়ালের পাশাপাশিই তাকে দেখা গিয়েছে একাধিক সিনেমাতে। অনুপমা খ্যাত এই অভিনেতা ২০২৩এই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়া হয়ে মারা যান। বয়স হয়েছিল ৫১ বছর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম