।। প্রথম কলকাতা ।।
এক ওভারে ৭টা ওভার বাউন্ডারি। ভাবা যায়! সেই অসম্ভবই করে দেখিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এদিন বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। মহারাষ্ট্রের ইনিংসের ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিংয়ের বলে নো বল সহ পরপর সাত বলে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ গায়কোয়াড়। এক ওভারে এই তারকা ব্যাটার নেন ৪৩ রান সেই সঙ্গে নিজের দ্বি-শতরান পূর্ণ করেন ঋতুরাজ।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের ছয় বলে ছয় ছক্কার রেকর্ড ভেঙে দিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পাশাপাশি তিনি গ্যারিফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে কায়রন পোলার্ড, থিসারা পেরেরার রেকর্ড ভেঙে দিয়েছেন। এক ওভারে সাত ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ঋতুরাজ। এদিন ফাইনালে ১৫৯ বলে ২২০ রান করেন এই তারকা ব্যাটার। তার ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে উত্তরপ্রদেশ।
দেখুন ঋতুরাজ গায়কোয়াড়ের সেই অবিশ্বাস্য ইনিংস:
RutuRaj Gaikwad 43 Runs in an over including 7 Sixes @Ruutu1331 🔥❤️ pic.twitter.com/0EpBjjoySB
— . (@Vineeth_777) November 28, 2022