।। প্রথম কলকাতা ।।
Using Baby Products : অনেকের মনেই এই ধারণা বহু কাল ধরে রয়েছে যে স্পর্শকাতর বা সেনসিটিভ স্কিনে বড়দের প্রোডাক্ট ইউজ করার বদলে শিশুদের প্রসাধনী ব্যবহার অত্যন্ত ভালো। এমন অনেক মেয়েই রয়েছেন যারা প্রতিদিন শিশুদের সাবান শিশুদের শ্যাম্পু ব্যবহার করে থাকেন। অনেকে আবার ফেসওয়াশ এর বদলে শিশুদের সাবান দিয়ে মুখ ধুয়ে থাকেন। এতে যদি মনে করা হয় যে সেনসিটিভ স্কিনে কোনরকম সমস্যা তৈরি হবে না তাহলে তা ভুল। এতকিছুর পরেও হঠাৎ করে দেখা যায় মুখে ব্রণ সৃষ্টি হয়েছে অথবা স্কিন অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েছে। কারণ বিশেষ কিছু খুঁজে পাওয়া যায় না তবে এর মূলে রয়েছে ওই শিশুদের প্রসাধনী।
মূলত মনে করা হয়, শিশুদের প্রসাধনীতে কোনরকম কেমিক্যাল নেই। তাই এগুলি সব দিক থেকেই সুরক্ষিত। যে কোন ত্বকের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা যেতে পারে। তবে যে সমস্যাগুলি কমানোর জন্য শিশুদের প্রসাধনী ব্যবহার করা হচ্ছিল সবশেষে দেখা যায় সেই সমস্যাগুলি বরং আরও যেন কিছুটা বেড়ে গিয়েছে । এমনটা কেন হয় জানেন ? সোজা ভাষায় বলতে গেলে শিশুদের ত্বকে বড়দের মতো কোনো সমস্যা থাকে না। যার কারণে শিশুদের ক্রিম, সাবান, তেল সবকিছুই মূলত ময়েশ্চারাইজার বেসড হয়ে থাকে। তাতে তেলের পরিমাণ বেশি থাকে।
এই কারণেই সেনসিটিভ স্কিন যাদের তাদের ব্রণর সমস্যা দেখা দেয়। মুখ অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। অনেক সময় আবার শিশুদের প্রসাধনী ব্যবহার করার ফলে মুখে ব্রণ, প্রদাহ ও ত্বকে লালচে ভাব পর্যন্ত দেখা দিতে পারে। এর পেছনে অবশ্যই যুক্তি রয়েছে। শিশুদের ত্বকে যে ঘাম, মেলানিন এবং সেবাম রয়েছে পূর্ণবয়স্কদের শরীরে তার থেকে অনেক বেশি পরিমাণে সেগুলি পাওয়া যায়। তাই শিশুদের প্রসাধনী পূর্ণবয়স্কদের সমস্যা সমাধানে কাজে লাগবে এটা ভেবে নেওয়াই খানিকটা বোকামি।
প্রথমত শিশুরা রোদে ধুলোয় বাইরে বের হয় না। তাদের হরমোনের ভারসাম্য বিঘ্নিত হওয়ার কোন জায়গাই নেই। তাই তাদের প্রসাধনীগুলি একেবারেই সাধারণভাবে তৈরি করা হয়। কিন্তু বড়দের ত্বকে সেই গুলি বিশেষ কাজ দেয় না। যারা শিশুদের সাবান শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাঁরা নিজেদের জন্য আরও বেশি সমস্যা ডেকে আছেন। কারণ বড়দের যে সাবান শ্যাম্পু গুলি রয়েছে সেগুলি ত্বকের ভেতরের স্তর থেকেও ময়লা টেনে বার করতে সক্ষম। কিন্তু শিশুদের সাবান শ্যাম্পুতে সেই উপাদান গুলি থাকে না। যার কারণে ত্বক এক্সফোলিয়েট করা যায় না। এর ফলে ব্ল্যাকহেড বা হোয়াইটহেডস এর মত সমস্যাগুলি আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে । আর এই ধরনের কোন সমস্যা দেখতেই পাওয়া যায় না শিশুদের ত্বকে । তাই সেনসিটিভ স্কিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিশুদের প্রসাধনী বেছে নেওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। সঠিক পরামর্শ দিতে পারবেন একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম