।। প্রথম কলকাতা ।।
কানাডাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ভারত ফাঁস করবে? জয়শঙ্কর দিয়ে দিলেন চরম হুঁশিয়ারি নিজ্জর সংঘাতের পর ট্রুডোর নয়া কোন চালাকি? দিল্লির বড় ইস্যুতে নাক গলাচ্ছে কানাডা। কানাডা ভারত দ্বন্দ্ব ফের নয়া সংযোজন ফের কোন উস্কানি দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো? একেবারে সোজাসুজি ফের ভারতকে দোষারোপ? ৪১ জন কূটনীতিককে দিল্লি থেকে সরিয়েই গর্জাতে শোনা গেছিল ট্রুডোকে তবে এবার কানাডাকে কার্যত চুপ করিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেন কানাডার কূটনীতিবিদদের নিয়ে এমন কড়া স্টেপ নিল ভারত পরিস্কার সেই ইঙ্গিত দিয়ে দিলেন জয়শঙ্কর।
ভারতের কাজে সমানে নাক গলাচ্ছে কানাডার কূটনীতিকরা। সেটা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর তাঁর মতে দুই দেশের সম্পর্কের অবনতির নেপথ্যে অনেক তথ্য রয়েছে ভারতের এমন কোন কাজে নাক গলাচ্ছিলেন ট্রুডোর কূটনীতিবিদরা? বড়সড় প্রশ্ন উঠছে এমূহুর্তে। এমন কোন তথ্যের কথা বললেন বিদেশমন্ত্রী? কানাডার বিরুদ্ধে এবার কোন তথ্য প্রকাশ করতে চলেছে ভারত? বিশ্লেষকরা এক্ষেত্রে প্রশ্ন তুলছেন ট্রুডো আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশেররা ষ্ট্রনেতাদের সঙ্গে এই ইস্যুতে কথা বলেও নিজের দল কি আদৌ ভারী করতে পারলেন? ভারত থেকে ৪১ জন কানাডিয়ান কূটনীতিবিদকে সরানোর পরই কার্যত ট্রুডোর দাবি করেন ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ উভয় দেশের লক্ষ লক্ষ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। ট্রুডো বলেন ভারত সরকারের এই পদক্ষেপ ভারত এবং কানাডায় বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্য জীবনযাত্রার স্বাভাবিকতা নষ্ট করে ফেলবে। ভারত কূটনীতির একটি মৌলিক সাধারণ নীতি লঙ্ঘন করেই এই পদক্ষেপ করছে।
কিন্তু এর পরেই হুঙ্কার দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিস্কার বলে দিলেন একবার নয় একাধিকবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন কানাডার কূটনীতিকরা। এমন অনেক তথ্য রয়েছে যা হয়ত ধীরে ধীরে প্রকাশ্যে আসবে একইসঙ্গে জয়শঙ্করের দাবি ‘আমরা সমতা নষ্ট করতে বাধ্য হয়েছি কারণ আমাদের উদ্বেগ ছিল কানাডার প্রতিনিধিদের দ্বারা বারবার আমাাদের বিষয়ে নাক গলানো নিয়ে। ভারতের বিদেশমন্ত্রী বলেন,’আমাদের সমস্যা কানাডার রাজনীতির একাংশের সঙ্গে আমি চাই মানুষ বুঝুন পরিস্থিতির বিষয়ে। জয়শঙ্কর সাফ বলেন,’কয়েক সপ্তাহ আগে আমরা কানাডার ভিসা অনুমোদন করা বন্ধ করি কারণ আমাদের কূটনীতিকদের জন্য কানাডা নিরাপদ নয় সেখানে কাজ করতে যাওয়ার জন্য। ফলে তাঁদের নিরাপত্তার জন্য আমাদের প্রাথমিকভাবে ভিসা বন্ধ করতে বাধ্য হতে হয়। বিশেষজ্ঞদের দাবি, কানাডা এখন একটাও অভিযোগ আনলে ভারত যে কোনওমতেই সেক্ষেত্রে চুপ থাকবে না সেটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হল আরও একবার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম