।। প্রথম কলকাতা ।।
Virat Kohli: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে জল্পনা বেড়েই চলেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলবেন না বিরাট। জানা গেছে তিনি নাকি বোর্ডের কাছে আরও বিশ্রামের জন্য আর্জি জানিয়েছেন। আর তারপর থেকেই জল্পনা বেড়েছে ভক্তদের মধ্যে।তবে কি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের চেজ মাস্টার? উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটকে এড়িয়ে চলছেন বিরাট কোহলি।
এবার শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা নাকি বিরাটকে প্রথম পছন্দের তালিকাতেই রাখছেন না। অনেকে মনে করছেন সেই কারণের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাঁকে। তবে কি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের দরজা বন্ধ হতে চলেছে বিরাটের সামনে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে। জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সহ একাধিক পদাধিকারীরা।
সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি, হয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্টও। তা সত্ত্বেও টি-টোয়েন্টিতে প্রথম একাদশে নির্বাচকদের প্রথম পছন্দের তালিকায় থাকতে পারছেন না তিনি। ইতিমধ্যেই কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকারও। বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে রোডম্যাপ তৈরি করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে ট্রফি। তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তাঁর মধ্যে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট, রোহিতদের। তাই বিরাটের কাছে সুযোগের বৃত্তটা যে ছোট হয়ে আসছে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন আইপিএলে বিরাটের পারফরম্যান্সের উপর নজর থাকবে বোর্ডের। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট ওপেনিং করেন। তাই জাতীয় দলে তিন নম্বর জায়গাটা পাকা করা বিরাটের কাছে বেশ কঠিন। বিরাটের ৩ নম্বর পজিশনে খেলতে পারেন ঈশান কিষান। যদিও এই বিষয়ে বিরাট কোহলি বা বিসিসিআই কোন মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে বিরাটের সঙ্গে বৈঠকের পরেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম