।। প্রথম কলকাতা ।।
Gujarat Election 2022: আজ গুজরাটে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। আহমেদাবাদের ১৬টি আসনে রয়েছে ভোট। যা ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত এতগুলি বছর ধরে ওই আসনগুলিতে ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির।
আজ শেষ দফা ভোট গ্রহণ হচ্ছে মোদী-শাহের গড়ে। প্রথম দফায় খুব কম সংখ্যায় মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দফায় তা বাড়বে বলে আশা রাখা হচ্ছে। আজকে ভোটারদের তালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহের মত হেভিওয়েটদের নাম রয়েছে। এদিকে প্রার্থী তালিকায় রয়েছেন বিজেপিতে আসা পাতিদার নেতা হার্দিক প্যাটেল। অন্যদিকে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, সকাল ৯টার দিকে আমদাবাদে তাঁর ভোট পড়বে। সেইসঙ্গে দ্বিতীয় ও শেষ দফার ভোটে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হার্দিক প্যাটেল বলেছেন, ‘দল আইন-শৃঙ্খলা বজায় রেখেছে এবং গুজরাটের উন্নয়নে কাজ করেছে। আমি চাই সব গুজরাটবাসী বিজেপিকে ভোট দিক। আমাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করা উচিত, কারণ নির্বাচন গণতন্ত্রের সৌন্দর্য’। আজ শহরের নারানপুরা এলাকায় ভোট দেবেন অমিত শাহ। সেইসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া ভোট দেবেন আজ। গতবার এই ৯৩ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫১ টিতে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩৯টি এবং নির্দল প্রার্থীদের দখলে ছিল তিনটি। এবার লড়াইয়ে রয়েছে আম আদমি পার্টি। ওদিকে বেশ কয়েকটি আসন থেকে লড়ছে এআইএমআইএম। এই দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৫৪ লাখ। আমদাবাদ, গান্ধীনগর, মেহসানা, আরাভেলি, মহীসাগর, পঞ্চমহল, দাহোদ, আনন্দ, ছোট উদয়পুর সহ ১৪ টি জেলায় ভোট হচ্ছে আজ। এদিন সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম