।। প্রথম কলকাতা ।।
Seafish: একটা মাছ, তার কত কেজি ওজন হতে পারে আন্দাজ করুন তো। পনেরো কুড়ি কেজি ওজনের কাতলা মাছ মাঝেমধ্যে বাজারে দেখা যায়। সামুদ্রিক কিছু মাছ আরও বড় হয়। কিন্তু যদি বলি শুধু একটি মাছেরই ওজন প্রায় সাড়ে পাঁচশো কেজি! তবে তো ভিড়মি লাগবেই। এমনটাই ঘটলো দিঘা মোহনায়।
দিঘা মোহনায় উঠল বিরল প্রজাতির চিরুনি ফাল মাছ। যার ওজন প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলো। এটা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মৎস্যজীবীরা বলছেন, স্হলভাগের কাছাকাছি এই মাছ সচরাচর আসে না। গভীর সমুদ্রে এই মাছ রয়েছে। তবে তাও সংখ্যায় অল্প। এই মাছটি কোনও কারনে স্হলভাগের কাছে এসেছিল। তাতেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।
এই বিরল প্রজাতির চিরুনি ফাল মাছের পাখনা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। বিদেশে এই মাছের বিরাট চাহিদা রয়েছে। উড়িষ্যার পাড়াদ্বীপের একটি ট্রলারে এটি উঠেছিল। মাছটি দিঘা মোহনার জিকেডি আরতে নিয়ে আসা হয়। মৎস্যজীবীরা জানান, সমুদ্রে ডুবে থাকা জাহাজের অংশ বা অন্য কিছুতে জাল আটকে গিয়েছে বলে মনে করেছিলেন তাঁরা। এমনই টান তৈরি হয়েছিল জালে। কিন্তু তারপর নড়াচড়া দেখে বোঝেন বড় আকারের মাছই পড়েছে। তবে সেই মাছের ওজন যে পাঁচশো কেজিরও বেশি হবে তা তাঁরা ভেবে উঠতে পারেননি।
জানা গিয়েছে এই মাছটির বাজার মূল্য বেশ কয়েক হাজার টাকা। এ দিন এই বিরল প্রজাতির মাছ দিঘা মোহনায় আসে। সেই মাছ দেখতে মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকরা সকলেই ভিড় করেন। উৎসাহীদের মধ্যে মোবাইল ফোনে ছবি তোলার হিড়িক পড়ে যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম