।। প্রথম কলকাতা ।।
Argentina football team: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্দরের ছবিটা একদমই ভাল নয়। আর্জেন্টিনার সুখের সংসারে এখন ভাঙন। দুই লিওনেলের যুগলবন্দীতে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শোনা যাচ্ছে লিওনেল মেসির সঙ্গে বিবাদে জড়িয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই কারণেই আর্জেন্টিনার কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন স্কালোনি। যদিও গতবছরের শেষে ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। একবছরের মধ্যে পুরো পরিস্থিতি যে পাল্টে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। মেসির সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের জন্যই নাকি দলের রিমোট কন্ট্রোল ছাড়তে চান স্কালোনি। দ্য অ্যাথলেটিক নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। যা আর্জেন্টিনা দলের জন্য মোটেও সুখকর নয়।
ঘটনার সূত্রপাত ব্রাজিলেন মারাকানা স্টেডিয়াম। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ঐতিহাসিক এই স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মারামারিতে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। মেসি, মার্টিনেজরা গ্যালারিতে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতির প্রতিবাদে দলকে নিয়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যান লিওনেল মেসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মেসি দল নিয়ে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি কোচ স্কালোনির সঙ্গে একবারও পরামর্শ নেননি। আর তাতেই নাকি স্কালোনির মন বিগড়েছে। সেখান থেকেই বিবাদের শুরু।
স্কালোনির মনে হয়েছে দলে তাঁর কোন ক্ষমতা নেই। দলের খেলোয়াড়রা তাঁর কথা আর আগের মতো শুনছেন না। যা নিয়ে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পরেই মুখ খুলেছিলেন লিওনেল স্কালোনি। তিনি বলেন, এবার আমার বিশ্রাম নেওয়ার পালা। আর এনার্জি পাচ্ছি না। আর্জেন্টিনার উচিত এমন এক জন কোচ নিয়ে আসা যে এনার্জিতে পরিপূর্ণ। সেই সময় বোঝা যায়নি স্কালোনির এই ইঙ্গিত। প্রসঙ্গত, আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর ২০২৬ সাল পর্যন্ত স্কালোনির মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু আর্জেন্টিনা শিবিরে যে ভাঙন দেখা দিয়েছে তাতে তিনি এতদিন পর্যন্ত কোচের পদে থাকবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে মেসি বা স্কালোনি কেউই মুখ খোলেননি।
২০২৪ সালের কোপা আমেরিকার পরেই কোচের পদ থেকে সরে যেতে পারেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ। তবে স্কালোনির কোচের পদে না থাকার নেপথ্যে রয়েছে অন্য একটি কারণও। জানা গেছে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন লিওনেল স্কালোনি। কিন্তু এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম