।। প্রথম কলকাতা ।।
Side Effects of Body Spray: দুর্গন্ধ কারই বা ভালো লাগে। সুগন্ধে মজেছেন সকলেই। যার জন্য আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে ডিয়োডোরেন্ট। শুধু তাই নয়, শীতকালে এই সুগন্ধিকে কিছু কিছু মানুষের রক্ষাকর্তা বলা যায়। ঠান্ডার সকালে স্নান করার থেকে সুগন্ধি মেখে নেওয়াকেই বিকল্প হিসেবে বেছে নেন অনেকে। এই সুগন্ধি অনেকের কাছে যেমন সুখানুভূতি নিয়ে আসতে পারে তেমনই সুগন্ধির কারণে সমস্যায় পড়তে পারেন আপনার আশেপাশে থাকা বহু মানুষ। কেন জানেন ?
বিশেষজ্ঞরা বলছেন, সকলের সুগন্ধি সহ্য করার মতো ক্ষমতা এক হয় না। যে সুগন্ধি আমরা প্রতিদিন ব্যবহার করি সেগুলিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। আর ঘ্রাণের জন্য যে উপাদান থাকে বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অর্ড্যান্ট। এই উপাদানটি অনেকের সাইনাসের সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ডিয়োডোরেন্টে ভালো গন্ধের পাশাপাশি ধোঁয়া-ক্লোরিন মিশে থাকে। যা আমাদের নাসিকা গহ্বরের ভেতরে থাকা মিউকাসের আস্তরণে গিয়ে জমতে শুরু করে।
এই ধরনের রাসায়নিক পদার্থ গুলি যখনই ওই স্তরে আটকে পড়ে তখন এলার্জি সৃষ্টি হতে পারে শরীরে। যার ফলে তীব্র মাথা যন্ত্রণা সৃষ্টি হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তীব্র সুগন্ধি তাদেরকে অসমোফোবিয়ার সান্নিধ্যে নিয়ে আসছে। যারা তীব্র গন্ধ সহ্য করতে পারেন না সেই সমস্যাকে বিজ্ঞানের ভাষায় অসমোফোবিয়া নাম দেওয়া হয়েছে। মাইগ্রেনের রোগীরা তীব্র সুগন্ধিতে বেশ অসুবিধার মুখেই পড়েন। কাজেই সুগন্ধি আপনার চারপাশে ভালো গন্ধ ছড়িয়ে দিচ্ছে মানেই যে আপনার আশেপাশে থাকা মানুষগুলিও তাতে সুখ অনুভব করছে এমনটা নয়। হতে পারে তাঁরা আপনার সুগন্ধির কারণেই নিত্যনতুন সমস্যায় ভুগছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম