।। প্রথম কলকাতা ।।
Almari position in bastu: বাস্তুশাস্ত্র বাড়ির গুরুত্বপূর্ণ আসবাব রাখার সঠিক স্থান সম্পর্কে জানিয়ে থাকে। এমন একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ আসবাব হল আলমারি। বাস্তু অনুযায়ী বাড়িতে সঠিক স্থানে আলমারি রাখলে সুখ সমৃদ্ধি ও অর্থবৃদ্ধি ঘটে। যদি সঠিক কোনে আলমারি না রাখা হয় তাহলে অর্থবৃদ্ধি পাবার বদলে অর্থ হানি ঘটবে।
আপনার আলমারি যদি শয়ন কক্ষে থাকে তাহলে কোন দিকে রাখবেন জেনে নিন। বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। এর ফলে শয়ন কক্ষের উত্তর বা পূর্বদিকে আলমারি খুলবে। এদিকে আলমারি রাখলে অর্থ ও সমৃদ্ধির আগমন ঘটে। দক্ষিণ-পশ্চিম কোণে আলমারি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। অন্যদিকে শয়ন করতে আলমারি লাগালে আয়না লাগাবেন না। এমনকি কোন আলমারিতে আয়না লাগানো থাকলে তার যাতে বিছানার সামনে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
জানলার সামনে অথবা যেখান থেকে আলো আসে এমন স্থানে আলমারি রাখা উচিত।
উত্তর দিক হল ধনের দেবতা কুবেরের দিক। এই দিকে মুখ করে আলমারি রাখলে কুবেরের দৃষ্টি আলমারির দিকে পড়ে। এর ফলে সম্পদ বৃদ্ধি হতে পারে। যদি উত্তর দিকে আলমারি রাখা হয় যার মুখ থাকবে দক্ষিণ দিকে এরকম ভাবে আলমারি একদমই রাখা উচিত নয়। এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে।
ঈশান কোণে আলমারি রাখা বাস্তু নিয়ম বিরুদ্ধ। কারণ ওই কোনে বাস্তপুরুষের মাথা থাকে। তাই কোনো ভারী জিনিস ওইদিকে রাখা ঠিক নয়। এর ফলে বাড়ির মানুষজনেরা মানসিক রোগেও আক্রান্ত হতে পারেন।
দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ অগ্নিকোনেও আলমারি রাখা যাবে না। কারণ ওই কোনের অধিপতি দেবতা অগ্নিদেব। যদি ওই কোণে আলমারি রাখা হয় তাহলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম