।। প্রথম কলকাতা ।।
Sandhyatara Serial: সন্ধ্যাতারা সিরিয়ালে নীল- সন্ধ্যার বিয়ে ভাঙতে চলেছে? নতুন প্রোমো দেখে মন খারাপ দর্শকদের সহজ সরল সন্ধ্যাকে বুঝতেই পারল না নীল? একমাসও সময় দিল না। কলকাতায় চলে যাচ্ছে নীল কীভাবে আটকাবে সন্ধ্যা? ওই প্রাণবন্ত হাসিতে পাগল দর্শকরা নিজের বোনের জন্যই কি সন্ধ্যার এবার বড় সর্বনাশ হবে? সন্ধ্যা কি এবার জেনে যাবে সব? কী হতে চলেছে জানুন। গ্রামের মেয়ে সন্ধ্যা। এদিকে নীল উচ্চশিক্ষিত। কলকাতায় পড়াশোনা করা ছেলে। বর সন্ধ্যার কাছে হুলোবাবু। নীলের মনের মতো হয়ে উঠতেই হবে তাঁকে। নিজের কাছেই বাজি রেখেছে। কিন্তু নতুন প্রোমোতে নীল চলে যাচ্ছে কলকাতায়। তাহলে কি এবার তারাকে বিয়ে করবে নীল?কপাল পুড়ল সন্ধ্যার?
সন্ধ্যার উপর ধীরে ধীরে মন গলছিল নীলের অনেকেই ভেবেছিলেন এবার নীল -সন্ধ্যার মিল হয়ে যাবে কিন্তু কোথায় কী। সবকিছু ছেড়ে নীল যাচ্ছে কলকাতায় আর সেখানেই তো রয়েছে তারা। এবার কি তারা ভিলেন হয়ে উঠবে? দিদির কথা ভেবে এতদিন নীলের সাথে যোগাযোগ রাখেনি ঠিকই কিন্তু যতই দূরে দূরে থাক নীলকে দেখে দুর্বল হয়ে পড়বে তারা বলছেন দর্শকরা। সন্ধ্যা কলকাতায় নীলের প্রেমিকাকে খুঁজছে। তার মত হওয়ার চেষ্টাও করছে। কিন্তু সন্ধ্যা এটা জানে না নীলের মনে আসলে তার নিজের বোন তারার জায়গা।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে নীলের পিছন পিছন সন্ধ্যায় ছুটছে। শেষে গাড়িতে লুকিয়ে লুকিয়ে কলকাতাতেও পৌঁছে যাবে। শাশুড়িমাকে সন্ধ্যা কথা দিয়েছে হুলোবাবুকে নিয়েই বাড়ি ফিরবে সে। এতো সহজে হার মানবে না কিন্তু কলকাতা গেলেই তো বিপদ। ব্যাস এবার তারা আর সন্ধ্যা মুখোমুখি হবে? আগামী কয়েকটা এপিসোডেই তার উত্তর পাওয়া যাবে। আমাদের এই পথ যদি না শেষ হয়-র পর অন্বেষাকে আবারও ছোটপর্দায় ফিরতে দেখে খুশি হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছিল জি বাংলার সিরিয়াল আমাদের এই পথ যদি না শেষ হয়।
যেখানে ঊর্মির বেশে দেখা গিয়েছিল অন্বেষাকে। তাঁর চরিত্র অনেকেরই মনে ধরেছিল। এখানেও সন্ধ্যার চরিত্রে কাঁপিয়ে দিয়েছেন। রীতিমত জনপ্রিয়। অন্বেষা হাজরা মানেই ম্যাজিক।যখন যে ধারাবাহিকে অভিনয় করেছেন, সেই ধারাবাহিক রেটিং চার্টে জায়গা করে নিয়েছে। অন্বেষার কৌতুকছোঁয়া অভিনয় সকলের থেকে একদম আলাদা। আগামী দিনে সন্ধ্যা আর নীলের জীবন কোন দিকে গড়ায় তা জানতে চোখ রাখুন প্রথম বাংলায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম