।। প্রথম কলকাতা ।।
Galaxy সিরিজের আরও এক নতুন স্মার্টফোন আত্মপ্রকাশ করতে চলেছে Samsung। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট Samsung Galaxy F04। বাজেট স্মার্টফোন সেগমেন্টে হতে পারে এটি সংস্থার নতুন বিকল্প। এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে 8 হাজার টাকার মধ্যে। যদিও এ বিষয়ে এখনও অবধি কোনও তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি সংস্থাটি।
টেক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিজিক্যাল ও ভার্চুয়াল মিলিয়ে মোট 8GB RAM প্রদান করতে পারে স্মার্টফোনটি। মিলবে দুটি রঙের বিকল্প – পার্পেল এবং গ্রিন। এ ছাড়াও পাওয়া যাবে 6.5 ইঞ্চির চওড়া ডিসপ্লে HD+ প্যানেল সহ ওয়াটারড্রপ ডিজাইনের ফ্রন্ট ক্যামেরা। জানা গিয়েছে, স্মার্টফোনটি ভারতে Galaxy A04e নামে প্রকাশ হতে পারে।
আরও পড়ুন : 12 মিনিটে ফুল চার্জ! 200MP ক্যামেরার দমদার ফিচার নিয়ে হাজির হল Infinix Zero Ultra 5G
অন্যান্য উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 4GB ফিজিক্যাল RAM, Octa Core প্রসেসর, 128GB ইন্টার্নাল স্টোরেজ যা মাইক্রো SD কার্ড দ্বারা 1TB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ক্যামেরার ক্ষেত্রে রিয়ার প্যানেলে মিলবে 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
নতুন বছরে যারা নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, যাদের বাজেট একটু কম তাদের কাছে ভালো বিকল্প হতে পারে Samsung Galaxy F04। শোনা যাচ্ছে, ভারতে এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এ তালিকাভুক্ত হবে। উল্লেখ্য, এই স্মার্টফোনে লম্বা ব্যাটারি লাইফের জন্য 5,000mAh এর ব্যাটারি প্যাক দেবে Samsung। তার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন : 10 হাজারে Samsung M04 স্মার্টফোনের সেল শুরু হল, প্রথম দিনেই 1 হাজার টাকা ছাড়
এ ছাড়া মিলবে USB টাইপ সি পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক, 4G কানেক্টভিটি সহ ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট, 2.4Ghz WiFi এবং 5.0 ব্লুটুথ ভার্সন। আগামীদিনে এই স্মার্টফোন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও উপলব্ধতা সম্পর্কে জানা যাবে।