।। প্রথম কলকাতা ।।
Samantha: গেল বছরেই জানা গিয়েছিল মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu)। নিজেই নিজের শরীর খারাপের খবর প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী এই নায়িকা। এই রোগে শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা হয়। যদিও সমস্ত যন্ত্রণা নিয়েই নিজের কাজ চালিয়ে গিয়েছেন। সেইসঙ্গে জারি রেখেছেন নিজের চিকিৎসা। তবুও প্রায় সময়ই শোনা গিয়েছে অসুস্থ থাকার কারণে তিনি নাকি ধীরে ধীরে হারাচ্ছেন কাজ। কিন্তু বাস্তবে বিষয়টা একেবারে উল্টো। নিজের সমস্ত ব্যথা-যন্ত্রণা সহ্য করে কাজের প্রতি দায়িত্ব পালন করে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘শকুন্তলম’-এর ট্রেলার লঞ্চেও হাজির হয়েছেন তিনি। সাদা শাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমায় দেখা গিয়েছে তাঁকে।
যদিও খুব অল্প সময়ের জন্যই হাজির হয়েছিলেন মঞ্চে। কিন্তু মঞ্চে উঠে নিজেকে ধরে রাখতে পারেননি, আচমকাই কেঁদে ফেললেন। এর পরই আবার শুরু হয়েছে নতুন জল্পনা। অসুস্থতার কারণে নাকি জৌলুস হারিয়েছেন অভিনেত্রী! আগের সেই রূপ আর তার মধ্যে নেই! আজকাল মোটেই ভালো দেখায় না তাঁকে। এদিন তাঁর জবাবে সামান্থা বলেছেন, ‘আমি প্রার্থনা করব আমার মত কাউকে যাতে মাসের পর মাস চিকিৎসার মধ্য দিয়ে যেতে না হয়। ভালোবাসা নিন আর নিজের উজ্জ্বলতা বাড়ান’।
অসুস্থ হওয়ার পর থেকে তাঁকে নিয়ে একের পর এক গুজব-গুঞ্জন শোনা যাচ্ছে নেটমাধ্যমে। এবার আর চুপ থাকতে পারলেন না সামান্থা। মুখ বুঝে সহ্য করার পাত্রী মোটেই তিনি নয়। তাই এবার সকলকে মোক্ষম জবাব দিয়েছেন তিনি। এমনকি তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ানও (Varun Dhawan)। দক্ষিণী এই নায়িকাকে সমর্থন করে নেটিজেনদের একহাত নেন অভিনেতা। লেখেন, ‘তোমাদের কিছুতেই খারাপ লাগে না। তোমরা শুধু নিজেদের ক্লিকবেট নিয়ে ভাবো। আর উজ্জ্বলতা তো ইনস্টাগ্রাম ফিল্টারেও পেয়ে যাবে। সবে দেখা হয়েছিল স্যামের সঙ্গে। বিশ্বাস করুন ও গ্লো করছে’। এমনিতে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যকে কখনোই গুরুত্ব দেননি এই অভিনেত্রী। তবে এবার একপ্রকার বাধ্য হয়েই জবাব দিয়েছেন। ‘শকুন্তলম’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ‘জীবনে যাই ঘটে যাক না কেন, সিনেমার প্রতি ভালবাসা তাঁর সব সময় থাকবে। একমাত্র সিনেমাই তাঁর ভালোবাসা ১০০ গুণ ফিরিয়ে দিতে পারে’। কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম